কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ায় র্যাবের বিশেষ অভিযানে ৭৮ পিস পেথিডিন ইঞ্জেকশন সহ মোঃ আশিক হাসান প্লাবন (২৮) নামে একজন মাদক ব্যবসায়ী গ্রেফতার হয়েছে। র্যাব জানায়,গতকাল ২১ মার্চ ২০২১ ইং তারিখ সময় বিকেল ৫ টার সময় র্যাব-১২, সিপিসি-১ এর কোম্পানী কমান্ডার মেজর গাফফারুজ্জামানের নেতৃত্বে র্যাবের একটি চৌকস অভিযানিক দল মাদক বিরোধী অভিযান চলাকালীন সময় গোপন সংবাদের ভিত্তিতে কুষ্টিয়া জেলার সদর থানাধীন কুষ্টিয়া পৌরসভার ৩৩/৪৫ আজিজুল জলিল সড়ক সদর হাসপাতাল গেট সংলগ্ন মেরিন ফার্মেসীর সামনে অভিযান পরিচালনা করে ৭৮ পিছ,পেথিডিন ইঞ্জেকশন- যাহার আনুমানিক মুল্য ১৫৬০০/- টাকা, -১টি মোবাইল ফোন,১টি সীমকার্ড- সহ মোঃ আশিক হাসান @প্লাবন (২৮) পিতা-মোঃ আব্দুল হান্নান, সাং-থানা পাড়া, থানা-সদর, জেলা-কুষ্টিয়া’কে গ্রেফতার করে।পরবর্তীতে উদ্ধারকৃত আলামত সহ আসামীর বিরুদ্ধে কুষ্টিয়া জেলার সদর থানায় একটি মাদক মামলা দায়ের করা হয়েছে এবং গ্রেফতারকৃত আসামী’কে কুষ্টিয়া জেলার সদর থানায় সোপর্দ করা হয়েছে। এ বিষয়ে র্যাব-১২ সিপিসি-১ এর কোম্পানী কমান্ডার মেজর গাফফারুজ্জামান বলেন, এই ধরণের মাদক বিরোধী অভিযান সচল রেখে মাদকমুক্ত সোনার বাংলা গঠনে র্যাব- ১২, সিপিসি-১, কুষ্টিয়া বদ্ধপরিকর। র্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া’কে তথ্য দিন মাদক, অস্ত্রধারী ও জঙ্গীমুক্ত বাংলাদেশ গঠনে অংশ নিন।