Friday , 22 November 2024
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
কুষ্টিয়ায় র‌্যাবের পৃথক অভিযানে অস্ত্র, কার্তুজ,টাপেন্টাডল ট্যাবলেট,দেশী মদ উদ্ধার : গ্রেফতার ৩

কুষ্টিয়ায় র‌্যাবের পৃথক অভিযানে অস্ত্র, কার্তুজ,টাপেন্টাডল ট্যাবলেট,দেশী মদ উদ্ধার : গ্রেফতার ৩

মোঃ আকরামুজ্জামান আরিফ ,কুষ্টিয়া প্রতিনিধি :

র‌্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর মাহফুজের নেতৃত্বে  র‌্যাবের চৌকষ অভিযানিক দল কুষ্টিয়ার বিভিন্ন অঞ্চলে পৃথক পৃথক অভিযান পরিচালনা করে ২টি দেশীয় তৈরী ওয়ান শুটার গান, ১ রাউন্ড কার্তুজ,  ১১ লিটার ২ বোতল দেশীয় চোলাই মদ, এবং ৮০ পিচ নেশা জাতীয় কাজে ব্যবহৃত টাপেন্টাডল ট্যাবলেট সহ ৩ জন আসামী গ্রেফতার করেছে। র‍্যাব সুত্রে জানা যায়, র‍্যাবের বিশেষ অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে গত ১ জুন ২০২১ ইং তারিখ রাত সাড়ে ১১ টার সময় কুষ্টিয়া জেলার সদর থানাধীন হাউজিং চাদাগাড়া মাঠের মোঃ সোহেল প্রভাষক এর বাসার সামনে ড্রেনের পাশের কাঠের গুড়ির নিচে একটি বিশেষ অভিযান পরিচালনা করে ১ টি দেশীয় তৈরী ওয়ান শুটার গান  পরিত্যাক্ত অবস্থায় উদ্ধার করা হয় এবং ৩ জুন ২০২১ ইং তারিখ রাত আনুমানিক ১১ টার সময় কুষ্টিয়া জেলার মিরপুর থানাধীন উত্তর কাঠদহ গ্রামের ময়না এর বাড়ীর বাউন্ডারী প্রাচীর সংলগ্ন বৈদ্যূতিক খুটির পাশেবএকটি বিশেষ অভিযান পরিচালনা করে ১টি দেশীয় তৈরী ওয়ান শুটার গান,১ রাউন্ড কার্তুজ পরিত্যাক্ত অবস্থায় উদ্ধার করা হয়। এদিকে মাদক বিরোধী অভিযান চলাকালীন সময় র‍্যাবের অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে গত ২ জুন ২০২১ ইং তারিখ সন্ধ্যা ৬ টার সময় “কুষ্টিয়া জেলার সদর থানাধীন চৌড়হাস মোড় সংলগ্ন সনজিত অধিকারীর সনজিত এন্ড নয়ন অটো নামক মোটর সাইকেল গ্যারেজের সামনে পাঁকা রাস্তার উপর” একটি মাদক অভিযান পরিচালনা করে ২ বোতল দেশীয় মদ যাহার  অনুমান মূল্য ৩,০০০/- (তিন হাজার) টাকা, ২টি মোবাইল ফোন, ৩টি সীমকার্ড,সহ  আসামী মোঃ মমিন (৪৫), পিতা-মোঃ সিরাজুল ইসলাম, সাং-চৌড়হাস, থানা-সদর, জেলা-কুষ্টিয়া’কে গ্রেফতার করা হয় এবং র‍্যাবের আরেকটি অভিযানিক দল ২ জুন ২০২১ ইং তারিখ সময় সন্ধ্যা সাড়ে ৭ টার সময় কুষ্টিয়া জেলার কুমারখালী থানাধীন বাটিকামারা গ্রামের মোঃ রেজাউল ইসলাম এর ফাহিম ট্রেডার্স নামক হার্ডওয়ার দোকানের সামনে পাকা রাস্তার উপর’’ একটি মাদক অভিযান পরিচালনা করে ৮০ পিচ নেশা জাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট, যাহার অনুমান মূল্য ২০,০০০/- (বিশ হাজার) টাকা ও নগদ-২৮৪৪ টাকা সহ আসামী মোঃ জেন আলী (৩৭), পিতা-মৃত রহিম শেখ, সাং-সেকান্দিপাড়া থানা-কুমারখালী, জেলা-কুষ্টিয়া’কে গ্রেফতার করা হয়। এই অভিযানের ধারাবাহিকতা অব্যাহত রেখে ৩ জুন ২০২১ ইং তারিখ সকাল সাড়ে ১০ টার সময় কুষ্টিয়া জেলার সদর থানাধীন  পৌরসভার এনএস রোড এর Raymond Gallery সামনে পাঁকা রাস্তার উপর  অভিযান পরিচালনা করে ১১ লিটার  দেশীয় চোলাইমদ, যাহার অনুমানমূল্য  ৫৫০০/- (পাঁচ হাজার পাঁশত) টাকা ১ টি মোবাইল ফোন,১ টি সিমকার্ড সহ আসামী জীতেন্দ্রনাথ বিশ্বাস (৫৮), পিতা-মৃত গিরিন্দ্রনাথ বিশ্বাস, সাং-আমলাপাড়া, থানা-সদর, জেলা-কুষ্টিয়া’কে গ্রেফতার করা হয়। পরবর্তীতে পরিত্যাক্ত অবস্থায় উদ্ধারকৃত ২ টি ওয়ানশুটার গান কুষ্টিয়া মডেল থানা ও মিরপুর থানায় জমা দেওয়া হয়েছে এবং মাদকদ্রব্য সহ গ্রেফতারকৃত ৩ জন আসামীর মধ্যে ২ জনের বিরুদ্ধে কুষ্টিয়া মডেল থানায় ও ১ জনের বিরুদ্ধে কুমারখালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে এবং আলামত সহ মডেল থানা ও কুমারখালী থানায় সোপর্দ করা হয়েছে। এ বিষয়ে র‍্যাব-১২ সিপিসি-১ এর কোম্পানী কমান্ডার মেজর মাহফুক বলেন,এই ধরণের মাদক বিরোধী অভিযান সচল রেখে মাদকমুক্ত সোনার বাংলা গঠনে র‌্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া বদ্ধপরিকর। র‌্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া’কে তথ্য দিন মাদক, অস্ত্রধারী ও জঙ্গীমুক্ত বাংলাদেশ গঠনে অংশ নিন। 

About Syed Enamul Huq

Leave a Reply