Sunday , 24 November 2024
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ

কুষ্টিয়ায় র‌্যাবের অভিযানে ইয়াবা সহ আটক ২

কুষ্টিয়া প্রতিনিধি :

 র‌্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া ক্যাম্পের র‌্যাবের একটি চৌকষ অভিযানিক দল অদ্য (১৩ই, ডিসেম্বর) ২০২০ ইং তারিখ সন্ধ্যা ০৬:৫০ ঘটিকার সময় ‘‘কুষ্টিয়া জেলার সদর থানাধীন হাউজিং স্টেট সি-ব্লক এলাকার ওয়াবদার পশ্চিম পাশের পাঁকা রাস্তার উপর’’ একটি মাদক অভিযান পরিচালনা করে।উক্ত অভিযানে, মোঃ কৌশিক আহম্মেদ প্রতিক (২৫) এর পরিহিত প্যান্টের সামনের ডান পকেটে হইতে একটি সাদা রংয়ের এয়ার টাইট পলিপ্যাকে রক্ষিত ১১৫ (একশত পনের) পিচ অ্যামফিটামিন যুক্ত মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট যাহার ওজন (০.১x১১৫)=১১.৫০ গ্রাম, মুল্য অনুমান (১১৫x৩০০)= ৩৪,৫০০/- টাকা এবং তার পরিহিত প্যান্টের সামনের বাম পকেট হতে ০১টি পুরাতন ব্যবহৃত Samsung DUOS মোবাইল ফোন যাহার মডেল নম্বর SM-B310E যাহাতে ০২টি সিমকার্ড সংযুক্ত এবং মোঃ রাকিবুল ইসলাম (২৬) এর পরিহিত প্যান্টের সামনের বাম পকেটে হইতে একটি সাদা রংয়ের এয়ার টাইট পলিপ্যাকে রক্ষিত ১০০ (একশত) পিচ অ্যামফিটামিন যুক্ত মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট যাহার ওজন (০.১x১০০)=১০.০০ গ্রাম, মুল্য অনুমান (১০০x৩০০)= ৩০,০০০/- টাকা এবং তার পরিহিত প্যান্টের সামনের ডান পকেট হতে ০১টি পুরাতন ব্যবহৃত Samsung DUOS মোবাইল ফোন যাহার মডেল নম্বর GTS-7562 যাহাতে ০১টি সিমকার্ড সংযুক্ত সর্বমোট ২১৫ (দুইশত পনের) পিচ ইয়াবা ট্যালেট যার ওজন ২১.৫ গ্রাম, মূল্য ৬৪,৫০০/- টাকা সহ গ্রেফতার করা হয়।পরবর্তীতে উদ্ধারকৃত আলামতসহ ধৃত আসামীদের বিরুদ্ধে কুষ্টিয়া জেলার সদর থানায় একটি মাদক মামলা দায়ের করা হয়েছে এবং গ্রেফতারকৃত আসামীদেরকে কুষ্টিয়া জেলার সদর থানায় সোপর্দ করা হয়েছে।উল্লেখ্য যে, এই ধরণের মাদক বিরোধী অভিযান সচল রেখে মাদকমুক্ত সোনার বাংলা গঠনে র‌্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া বদ্ধপরিকর। র‌্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া’কে তথ্য দিন মাদক, অস্ত্রধারী ও জঙ্গীমুক্ত বাংলাদেশ গঠনে অংশ নিন।

About Syed Enamul Huq

Leave a Reply