কুষ্টিয়া প্রতিনিধি :- র্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া ক্যাম্পের র্যাবের একটি অভিযানিক দল বৃহঃবার (১২ নভেম্বর) দুপুর ১৩.১০ ঘটিকার সময় ‘‘কুষ্টিয়া জেলার ভেরামাড়া থানাধীন ভেড়ামারা বাজারস্থ ডাক্ বাংলার বিপরীত পাশের্^ সোহাগ ইলেকট্রিক হাউজ এর সামনে পাঁকা রাস্তার পাশে একটি মাদক অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ১০৫ লিটার দেশীয় তৈরী চোলাইমদ, মোবাইল ফোন-৪টি এবং সীমকার্ড-৮টি সহ ৩ জন আসামী । আটককৃতরা হলেন: শাজাহান (৫৮), পিতা-মৃত বারেক মোল্ল্যা, সাং-কাচারীপাড়া, থানা-ভেড়ামারা, জেলা-কুষ্টিয়া, মোঃ টগর আলী (৪৬), পিতা-মৃত রমজিত আলী, সাং-ইশ^রদী পিয়ারা খালি, থানা-ইশ্বরদী, জেলা-পাবনা, মোঃ ইমরান হোসেন শাওন (২৮), পিতা-আবু বক্কর সিদ্দিক, সাং-কোটপাড়া (গোশালা গলি), থানা-সদর, জেলা-কুষ্টিয়া’কে গ্রেফতার করা হয়।পরর্বতীতে উদ্ধারকৃত আলামতসহ আসামীদের বিরুদ্ধে কুষ্টিয়া জেলার ভেড়ামারা থানায় একটি মাদক মামলা দায়ের করা হয়েছে এবং গ্রেফতারকৃত আসামীদের’কে কুষ্টিয়া জেলার ভেড়ামারা থানায় সোপর্দ করা হয়েছে উল্লেখ্য যে, এই ধরণের মাদক বিরোধী অভিযান সচল রেখে মাদকমুক্ত সোনার বাংলা গঠনে র্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া বদ্ধপরিকর। র্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া’কে তথ্য দিন মাদক, অস্ত্রধারী ও জঙ্গীমুক্ত বাংলাদেশ গঠনে অংশ নিন।