আকরামুজ্জামান আরিফ, কুষ্টিয়া প্রতিনিধি:
বুধবার ১৪ এপ্রিল থেকে চলছে কঠোর লকডাউন। এতে সবচেয়ে কষ্টের মধ্যে রয়েছে দিন আনা দিন খাওয়া মানুষ।প্রতিদিন রিক্সা চালিয়ে সামান্য যে কয় টাকা পায় তা দিয়ে কোন মত সংসার চলে। এখন যদি রিক্সা চালাতে না দেয় তবে না খেয়ে মরতে হবে। ব্রগঃবার সকালে রিক্সা নিয়ে বের হয়েছিলাম। কিন্তু পুলিশ আমাদের ধরে থানায় নিয়ে এসেছে। এখন সরকার আমাদের খাবার দিক আমরা রিক্সা চালাব না। কয়েকজন প্রতিবাদী রিক্সা চালকের সাথে কথা হলে তারা এভাবে প্রতিবেদককে বলেন।এদিকে গতকাল বুধবার সন্ধার পর ২৫-৩০ জন রিক্সাচালকের একটি দল তাদের আটককৃত রিক্সা ছেড়ে দেওয়ার দাবিতে আ’লীগের সাধারণ সম্পাদক আজগর আলীর বাড়িতে উপস্থিত হয়ে তাদের সমস্যার কথা জানান ।কুষ্টিয়া মডেল থানা ঘুরে দেখা যায় প্রায় ২০/৩০ টা রিক্সা থানার ভেতরে। বাহিরে সেই রিক্সা চালকেরা প্রতিবাদ করছে। পুলিশি তাদের থামানোর চেষ্টা চালাচ্ছে।এদিকে উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন কঠোর লকডাউন পালন করাতে মাঠে রয়েছে। কাউকে রাস্তায় দেখলেই ধরা হচ্ছে। করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে সরকারের এই কঠোর লকডাউন।