Thursday , 3 April 2025
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
কুষ্টিয়ায় মাছ চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা

কুষ্টিয়ায় মাছ চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা

কুষ্টিয়া প্রতিনিধি !!! কুষ্টিয়ার খোকসা উপজেলায় পুকুরের মাছ চুরির অভিযোগে জসিম উদ্দিন (৩০) নামে এক যুবককে পিটিয়ে হত্যা করেছে এলাকাবাসী। 
মঙ্গলবার (১৫ জুন) ভোরে কুষ্টিয়ার খোকসা উপজেলায় এ ঘটনা ঘটে।
নিহত জসিম উদ্দিন (৩০) কুষ্টিয়ার কুমারখালী উপজেলার রতনপুর গ্রামের রওশন আলীর ছেলে।
খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা  (ওসি) সৈয়দ আশিকুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, মঙ্গলবার ভোরে খোকসা উপজেলার খোকসা ইউনিয়নের আইয়ুব আলী বিশ্বাসের বাড়ির পাশের পুকুর থেকে মাছ চুরি করতে যায় জসিম উদ্দিন। বিষয়টি জানতে পেরে এলাকাবাসী তাকে আটক করে।
এরপর তাকে মারপিট করে। অতিরিক্ত মারধর এবং মাথায় বড় ধরনের আঘাতের কারণে তার মৃত্যু হয়। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

About Syed Enamul Huq

Leave a Reply