Friday , 22 November 2024
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
কুষ্টিয়ায় ভারগন টোব্যাকোতে প্রশাসনের যৌথ অভিযান বিপুল পরিমানে নকল ব্যান্ডরোল ও সিগারেট জব্দ

কুষ্টিয়ায় ভারগন টোব্যাকোতে প্রশাসনের যৌথ অভিযান বিপুল পরিমানে নকল ব্যান্ডরোল ও সিগারেট জব্দ

কুষ্টিয়া প্রতিনিধি   ঃ কুষ্টিয়ায় ভারগন টোব্যাকো কোম্পানী নামক একটি প্রতিষ্ঠানে জাতীয় গোয়েন্দা সংস্থা এনএসআই ও র‌্যাবের যৌথ অভিযানে বিপুল পরিমানে নকল ব্যান্ডরোল এবং সিগারেট উদ্ধার করা হয়েছে। এসময় নকল সিগারেট এবং ব্যান্ডরোল তৈরীর অভিযোগে কোম্পানীর ম্যানেজার আবু রাছেল কে আটক করে র‌্যাব। গতকাল  রবিবার গোপন সংবাদের ভিত্তিতে জাতীয় গোয়েন্দা সংস্থা এনএসআই এবং র‌্যাব-১২ কুষ্টিয়া ক্যাম্পের কমান্ডার এএসপি মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে শহরতলীর কদমতলায় অবস্থিত এই কম্পানিতে প্রায় ৪ ঘন্টা ব্যাপী এই অভিযান পরিচালিত হয়। ম্যানেজার আটক হলেও উক্ত প্রতিষ্টানের মালিক রাইছুল হককে ধরতে পারেনি আইনশৃংখা বাহিনী। র‌্যাব-১২ কুষ্টিয়া ক্যাম্পের কমান্ডার এএসপি মোস্তাফিজুর রহমান জানান, গোপন সংবাদে জানতে পারি, ভারগন টোব্যাকো কোম্পানী নামক একটি প্রতিষ্ঠানে দীর্ঘদিন যাবৎ নকল ব্যান্ডরোল এবং সিগারেট তৈরী করে দেশের বিভিন্ন স্থানে বাজারজাত করছে। এতে করে সরকার বিপুল পরিমানে রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান পরিচালনা করা হয়। প্রায় ২ লাখ নকল ব্যান্ডরোল এবং প্রায় ১০ টাকা মুল্য মানের বিভিন্ন ব্যান্ডে নকল সিগারেটসহ ম্যানেজার আবু রাছেলকে আটক করা হয়। উল্লেখ্য এর আগেও ৩ বার আইনশৃংখা বাহিনীর অভিযানে একই অপরাধে উক্ত প্রতিষ্ঠানটিকে সিলগালাসহ জেল জরিমানা করেন ভ্রাম্যমান আদালত। Attachments area

About Syed Enamul Huq

Leave a Reply