Sunday , 24 November 2024
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
কুষ্টিয়ায় বাঘা যতীনের ভাস্কর্য ভাঙার ঘটনায় তিনজনের ৩ দিনের  রিমান্ড

কুষ্টিয়ায় বাঘা যতীনের ভাস্কর্য ভাঙার ঘটনায় তিনজনের ৩ দিনের রিমান্ড

আকরামুজ্জামান আরিফ কুষ্টিয়া প্রতিনিধি !!! 

কুষ্টিয়ার কুমারখালীতে ব্রিটিশ বিরোধী আন্দোলনের অন্যতম পুরোধা বিপ্লবী বাঘা যতীন এর ভাস্কর্য ভাঙার ঘটনায় আটক ৩ জনকে ৩ দিনের রিমাণ্ডে নেয়া হয়েছে।সোমবার (২২ মার্চ) সন্ধ্যায় তাদেরকে কুমারখালী থানায় রিমাণ্ডে নেয়া হয়। এরা হলেন কুমারখালী উপজেলার কয়া ইউনিয়নের মো. মহিরুদ্দিনের ছেলে আনিসুর রহমান আনিচ (৩৫), মো. নাজিমুদ্দিনের ছেলে সবুজ হোসেন (২০) ও মো. শাহাবুদ্দিনের ছেলে হৃদয় আহমেদ (২০)। মামলার তদন্তকারী কর্মকর্তা ইন্সপেক্টর রাকিব হাসান জানান, বিপ্লবী বাঘা যতীনের ভাস্কর্য ভাঙার সাথে সম্পৃক্ত ৩জনকে ৩দিনের রিমাণ্ডে আনা হয়েছে। আসামীদের আটকের পর ৭ দিনের রিমাণ্ড চেয়ে আদালতে আবেদন করা হলে ৩দিনের রিমাণ্ড মঞ্জুর করা হয়। কিন্তু আসামীপক্ষ জেলা দায়রা জজ আদালতে রিভিশন করলে রিমাণ্ড বহাল রাখেন। পরবর্তীতে তারা হাইকোর্টে আবেদন করেন। হাইকোর্ট তাদের ৭২ ঘন্টার রিমাণ্ড বহাল রেখেছেন।উল্লেখ্য, গত ১৭ ডিসেম্বর রাতে কুষ্টিয়ার কুমারখালী উপজেলার কয়া কয়া মহাবিদ্যালয়ের সামনে বৃটিশ বিরোধী আন্দোলনের পুরোধা বিপ্লবী বাঘা যতীনের ভাস্কর্য ভাঙচুর করে দুর্বৃত্তরা। পুলিশ ঘটনার মূল পরিকল্পনাকারী কয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি আনিসুর রহমান আনিচ আটক করে। পরে তার স্বীকারোক্তি অনুযায়ী ঘটনার সাথে জড়িত অপর দুই জন হৃদয় আহমেদ ও সবুজ হোসেনকে আটক করা হয়। আসামীদের আদালতে হাজির করে ৭ দিনের রিমাণ্ড চাওয়া হয় সেসময়।

About Syed Enamul Huq

Leave a Reply