Thursday , 21 November 2024
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর নির্মাণাধীন ভাস্কর্য ভাঙচুরের অভিযোগে ৪ জনকে আটক করেছে পুলিশ

কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর নির্মাণাধীন ভাস্কর্য ভাঙচুরের অভিযোগে ৪ জনকে আটক করেছে পুলিশ

 কুষ্টিয়া প্রতিনিধি : 
কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর নির্মাণাধীন ভাস্কর্য ভাঙচুরের অভিযোগে মাদ্রাসার ছাত্র ও শিক্ষক সহ  ৪ জনকে আটক করেছে পুলিশ।শনিবার (৫ ডিসেম্বর) রাতে শহরের একটি মাদ্রাসায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন মাদ্রাসার ছাত্র মোঃ আবু বক্কর (মিঠন) (১৯) পিতা সমসের আলী, সাং শিংপুর মৃধা পাড়া, থানা মিরপুর জেলা কুষ্টিয়া ও আসামী মোঃ সবুজ ইসলাম (নাহিদ) (২০) পিতা মোঃ সামছুল আলম, ফিলিপনগর গোলাবাড়ীয়া থানা দৌলতপুর জেলা কুষ্টিয়া ও মাদ্রাসা শিক্ষক মোঃ আল আমিন (২৭) পিতা আব্দুর রহমান সাং ধুবইল থানা মিরপুর জেলা কুষ্টিয়া, মোঃ ইউসুফ আলী (২৬) পিতা আজিজুল মন্ডল সাং দিয়াড় বামুন্দি থানা আমিনপুর জেলা পাবনা। গতকাল  রোববার দুপুর ৩ টার সময় জেলা পুলিশের সংবাদ সম্মেলনের গণমাধ্যমে এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন কুষ্টিয়া জেলা পুলিশের  শীর্ষ কর্মকর্তারা।এর আগে শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ভাঙচুর হওয়া বঙ্গবন্ধুর ভাস্কর্যের সামনে পুলিশের উপস্থিতিতে মাইক্রোবাসযোগে এসে এক যুবক দুই রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে দ্রুত মজমপুর গেট হয়ে চৌড়হাঁসের দিকে চলে যায়। পরে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। পরে রাত সাড়ে ৮টার দিকে ঘটনাস্থল পরিদর্শন করেন খুলনা বিভাগীয় পুলিশের অতিরিক্ত ডিআইজি এ.কে.এম নাহিদুল ইসলাম। পরবর্তীতে, সিসিটিভি ফুটেজ পর্যালোচনায় প্রাপ্ত ২ জন ব্যাক্তি ও গ্রেফতারের লক্ষ্যে পুলিশ সুপার,কুষ্টিয়ার নেতৃত্বে অতিরিক্ত পুলিশ সুপারগনসহ ডিবি,ডিএসবি ও কুষ্টিয়া মডেল থানা পুলিশ সম্মিলিতভাবে অভিযান পরিচালনা করে। অভিযান পরিচালনাকালে কুষ্টিয়া মডেল থানাথীন জুগিয়া পশ্চিমপাড়া মাদ্রাসা ইবনে মাসউদ (রাঃ) এর জামাত বিভাগের ছাত্র মোঃ আব্দুল্লাহ (১৫) মোঃ আব্দুর রহমান (১৭) উভয় পিতা মোস্তফা কামাল, সাং মশান বাজারের পার্শ্বে, থানা মিরপুর জেলা কুষ্টিয়া দ্বয়কে আটক পূর্বক জিজ্ঞাসাবাদ ও ভিডিও ফুটেজ দেখালে তারা তথ্য দেয় যে তারা আসামীদেরকে চেনে এবং একই মাদ্রাসায় হেফজ বিভাগে পড়াশোনা করে। পরবর্তীতে তাদের প্রাপ্ত তথ্যমতে পুলিশ সুপার এস,এম তানভীর আরাফাতের নির্দেশনায়, অতিরিক্ত পুলিশ সুপার, ডিএসবি,কুষ্টিয়ার নেতৃত্বে জেলা গোয়েন্দা পুলিশের একটি টিম অভিযান পরিচালনা করে  আসামী মোঃ আবু বক্কর (মিঠন) (১৯) পিতা সমসের আলী, সাং শিংপুর মৃধা পাড়া, থানা মিরপুর জেলা কুষ্টিয়া ও আসামী মোঃ সবুজ ইসলাম (নাহিদ) (২০) পিতা মোঃ সামছুল আলম, ফিলিপনগর গোলাবাড়ীয়া থানা দৌলতপুর জেলা কুষ্টিয়াকে আটক করে ঘটনার বিষয়ে জিজ্ঞাসা করলে তারা ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেন।পরবর্তীতে ভাস্কর্য ভাংগার বিষয় মাদ্রাসার শিক্ষক  মোঃ আল আমিন (২৭) পিতা আব্দুর রহমান সাং ধুবইল থানা মিরপুর জেলা কুষ্টিয়া, মোঃ ইউসুফ আলী (২৬) পিতা আজিজুল মন্ডল সাং দিয়াড় বামুন্দি থানা আমিনপুর জেলা পাবনা দ্বয়কে জানালে তারা আসামীদেরকে মাদ্রাসা থেকে পালিয়ে যেতে বলেন। আসামীদের স্বীকারোক্তির ভিত্তিতে উক্ত শিক্ষকদ্বয়কে মাদ্রাসা থেকে গ্রেফতার করে পুলিশ। এই ঘটনায় কুষ্টিয়া মডেল থানায় ১৯৭৪  সালের ধারায় বিশেষ ক্ষমতা আইনের ১৫(৩) তৎসহ ৪২৭/৩৪ পেনাল কোড রুজু হয়ে একটি মামলা হয়েছে। মামলা নং ৮ তারিখ ৬/১২/২০২০ ইং। এ সময় উপস্থিত ছিলেন,খুলনা বিভাগের ডিআইজি, কুষ্টিয়া জেলা পুলিশ সুপার সহ জেলার সর্বস্তরের পুলিশ কর্মকর্তারা। উল্লেখ্য , গত শুক্রবার দিবাগত রাত দুইটার দিকে কুষ্টিয়া শহরের পাঁচ রাস্তার মোড়ে বঙ্গবন্ধুর নির্মাণাধীন ভাস্কর্য ভাঙচুর করে দুর্বৃত্তরা।

About Syed Enamul Huq

Leave a Reply