আকরামুজ্জামান আরিফ :- কুষ্টিয়ায় প্রধানমন্ত্রীর বৃক্ষরোপন অভিযানকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে পরিবেশ বান্ধব বৃক্ষ কর্তনে ব্যাস্ত হয়ে পড়েছেন ওয়েস্টজোন পাওয়ার ড্রিস্ট্রিবিউশন কোম্পানী (ওজোপাডিকো) লিঃ এর নির্বাহী প্রকৌশলী জাহান ই শবনম বলে অভিযোগ উঠেছে।গত ১৫ জুন ২০২০ ইং তারিখে বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী সেখ হাসিনা বৃক্ষরোপন অভিযান উদ্বোধন করে দেশের প্রত্যেকটি মানুষকে ৩ টি করে বৃক্ষ রোপনের নির্দেশ দেন এবং বলেন বৃক্ষ রোপনের জায়গা না থাকলে বাড়ীর পাশে রাস্তার ধারে ফলজ ও বনজ বৃক্ষ রোপন করতে। বৃক্ষ মানুষের জীবন ধারনের জন্য অক্সিজেন দেই,পুষ্টির জন্য ফল দেই,ছায়া দেই,অর্থনৈতিক উন্নতির জন্য কাঠ দেই,বৃক্ষ প্রকৃতির অপরুপ সৌন্দর্যের উজ্জল প্রতিক। পাওয়ার ড্রিস্ট্রিবিউশন কোম্পানী (ওজোপাডিকো) লিঃ এর নির্বাহী প্রকৌশলী জাহান ই শবনম জেলার কুমারখালী উপজেলার পান্টি ইউনিয়নের চৌরঙ্গী লক্ষীপুর গ্রামের বাসিন্দা মাহাবুব আলমের স্ত্রী। বর্তমানে তিনি তার মায়ের নামে কুষ্টিয়া শহরের হাউজিং ই-৩৩ নং প্লটের জায়গা ক্রয় করে ২য় তলা বাড়ি নির্মান করছেন। জাহান ই শবনম হাউজিং- ই -৩৩ নং প্লটের তার বাড়ির সামনে থাকা ফলজ চারাকোন প্রকার কারন ছাড়াই তার বিদ্যুৎ অফিসের লোক পাঠিয়ে ২৩/০৮/২০২০ ইং তারিখে কেটে ফেলে। তিনি যে ফলজ বৃক্ষ কেটেছে তা বিদ্যুৎ লাইনের তারের প্রায় ৩ ফিট নিচে যা বিদ্যুৎ লাইনের তারে কোন রকম সমস্যা সৃষ্টি করেনা। এ ব্যাপারে স্থানীয় কয়েকজন বলেন, জাহান ই শবনম গাছ কেটে দয়া মায়াহীন পাষন্ড হৃদয়ের পরিচয় দিয়েছেন। অন্যায়ভাবে গাছ কাটা মানুষ হত্যার মত অপরাধ। প্রাকৃতিক অপরুপ সৌন্দর্য বিরোধী জাহান ই শবনম বৃক্ষ নিধনে গাছ কেটে মাননীয় প্রধানমন্ত্রী সেখ হাসিনার বৃক্ষ রোপন অভিযানকে বাধাগ্রস্ত করছেন বলে এলাকাবাসীর মন্তব্ কারন বিদ্যুৎ অফিসের লোক গাছ কাটতে পারে সেই গাছ যে গাছ বিদ্যুৎ লাইনে ক্ষতি করে বা বিদ্যুৎ লাইনের উপরে তারের উপর চাপ সৃষ্টি করে। যে গাছ বিদ্যুৎ লাইনকে স্পর্শই করেনাই সে গাছ উদ্দেশ্য প্রনোদিত ও বেআইনী সুতরাং গাছ কাটা বিষয়টি কতৃপক্ষের নিকট সু দৃষ্টি দিয়ে তদন্তপূর্বক ব্যাবস্থা গ্রহনের দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।