কুষ্টিয়া প্রতিনিধি:
কুষ্টিয়ায় পৌঁছেছে করোনা সুরক্ষিত ৬০ হাজার ভ্যাকসিন। আজ শুক্রবার সকালে সুরক্ষিত ভ্যাকসিন বহনকারী পিকআপ যোগে ৫ কার্টুন ভ্যাকসিন কুষ্টিয়ায় পৌঁছায়। কার্টুনভর্তি ভ্যাকসিনগুলি কুষ্টিয়া সিভিল সার্জন কার্যালয়ের ইপিআই ষ্টোরে সংরক্ষিত করা হয়েছে।প্রতি কার্টুনে ১২০০ করে ভায়েল আছে যা থেকে ৬০ হাজার জনকে করোনা ভ্যাকসিন দেওয়া হবে। আগামী রবিবার ও সোমবার স্বাস্থ্য বিভাগের কর্মী ও ডাক্তারদের প্রশিক্ষণ দেওয়া হবে। কুষ্টিয়ার সিভিল সার্জন আনোয়ারুল ইসলাম বলেন, পর্যায়ক্রমে ফেব্রুয়ারী মাসের প্রথম সপ্তাহে কুষ্টিয়া ২৫০ শয্যার জেনারেল হাসপাতাল, পুলিশ লাইন হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ডাক্তার ও স্বাস্থ্যকর্মীদের প্রশিক্ষণ দেওয়া হবে। পরবর্তীতে ইউনিয়ন পর্যায়ে এই প্রশিক্ষণ দেওয়া হবে। আর ফেব্রুয়ারী মাসের ৩য় সপ্তাহ থেকে ভ্যাকসিন দেওয়া কার্যক্রম শুরু হবে, তবে এর আগেও শুরু হতে পারে বলে বলে আশা করছেন সিভিল সার্জন।