Thursday , 21 November 2024
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
কুষ্টিয়ায় ঘন কুয়াশায় ভোগান্তিতে মহাসড়কের যানবাহন

কুষ্টিয়ায় ঘন কুয়াশায় ভোগান্তিতে মহাসড়কের যানবাহন

কুষ্টিয়া প্রতিনিধি :

কুষ্টিয়ায় ঘন কুয়াশায় মহাসড়কে যানবাহনগুলো ভোগান্তিতে পড়তে হচ্ছে। মহাসড়কে দূর-পাল্লার যানবাহনকে হেড লাইট জ্বালিয়ে চলাচল করতেও দেখা গেছে।ঘন কুয়াশা কারণে মহাসড়কে বাড়ছে দুর্ঘটনাও। যার কারণে চরম ভোগান্তিতে পড়ে যানবাহন চালক ও যাত্রীরা। ধীরগতিতে যান চলাচল করতে হচ্ছে। ঘন কুয়াশায় শীতের মাত্রাও বেড়েছে। এতে ভোগান্তিতে পড়েছে খেটে খাওয়া স্বল্প আয়ের মানুষগুলো।শুক্রবার (১১ ডিসেম্বর) সকাল থেকেই সূর্যের মুখ দেখা যায়নি। শীতের মৌসুম শুরুর পর সবচেয়ে বেশি কুয়াশা দেখা গেছে। প্রতিদিন সন্ধ্যার পর থেকেই কুয়াশার সঙ্গে রাতে শীতের মাত্রা বেড়ে যায়। রাত বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশা অন্ধকারে পরিণত হচ্ছে। কয়েক হাত দূরের কিছু দেখা যাচ্ছে না। সকালে খেটে খাওয়া মানুষ জীবিকার তাগিদে প্রচন্ড কুয়াশা ও শীত উপেক্ষা করে ঘর থেকে বের হয়। কিন্তু কাজ না পাওয়ায় চরম ভোগান্তিতে পড়েছে স্বল্প আয়ের মানুষগুলো।কৃষকরা চেষ্টা করছে তাদের গরু-ছাগলকে চটের তৈরি জামা দিয়ে শীতের হাত থেকে রক্ষা করতে। শীত বাড়ার সঙ্গে পিঠার কদর বেড়ে গেছে। সকাল-সন্ধ্যা কুষ্টিয়া শহরের বিভিন্ন এলাকায় ভাপা-চিতইসহ হরেক রকম পিঠার পসরা নিয়ে বসছে নারী ও পুরুষ।এদিকে, অসহায় ও দুস্থ মানুষদের কে শীতের হাত থেকে রক্ষা পেতে। বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও কুষ্টিয়া-৩ সদর আসনের সংসদ সদস্য মাহবুব-উল- আলম হানিফ ও কুষ্টিয়া জেলা প্রশাসন আসলাম হোসেন ইতিমধ্যেই দুস্থ ও অসহায়দের জন্য কম্বল বিতরণও শুরু করেছে।

About Syed Enamul Huq

Leave a Reply