কুষ্টিয়া প্রতিনিধি : তামাকের উৎপাদনে কুষ্টিয়া জেলার খ্যাতি রয়েছে সেই সাথে সাথে কুষ্টিয়ায় বিড়ি সিগারেট উৎপাদনে ৩ শতাধিক ও বড় শিল্প প্রতিষ্ঠান গড়ে উঠেছে এরমধ্যে হাতেগোনা কয়েকটি সিগারেট ফ্যাক্টরি থাকলেও বাকি প্রায় ২৮০ টির উপরে বিড়ি শিল্প প্রতিষ্ঠান। বর্তমানে সরকারের রাজস্ব দিয়ে শতাধিক কম্পানি বাজারে বিড়ি সিগারেট বিক্রয় করলেও দেখা যাচ্ছে তাদের মধ্যে প্রতিযোগিতার কারণে বাজারে সরকারি নির্ধারিত ১৮ টাকা মূল্যের প্রায় অর্ধেক দামে বিড়ি বিক্রয় করা হচ্ছে খুচরা দোকান গুলোতে, এতে একপ্রকার কুষ্টিয়া কাস্টমস সার্কেল ও ভেড়ামারা কাস্টমস সার্কেলের উদাসীনতা ও গাফিলতি চোখে পড়ে। বর্তমানে কুষ্টিয়ার বাজারসহ সারাদেশের প্রত্যন্ত গ্রাম অঞ্চল ও মঙ্গাপীড়িত জেলা শহরগুলোতে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অত্যন্ত কম মূল্যে কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলা থেকে বিড়ি গুলো সরব উপস্থিতিতে বাহাদুরপুর এলাকার শতাধিক নামসর্বস্ব ফ্যাক্টরি তৈরি বিড়ি গুলো বাজার দখল করে নিয়েছে কুষ্টিয়ার প্রতিটি উপজেলায়। এই সকল নামসর্বস্ব কোম্পানির বিড়ি গুলো বাজারে প্রায় সকল দোকানে পাওয়া যাচ্ছে এরমধ্যে কুষ্টিয়ার বাজার দাপিয়ে বেড়াচ্ছে আলী বিড়, আনন্দ বিড়ি, জনি বিড়ি, মনিপুরী সহ বাজারে রয়েছে আরও একাধিক কোম্পানির বিড়ি গুলো, সরকারী রাজস্ব কর্মকর্তা দের গাফিলতি এবং বাজার তদারকি সঠিকভাবে না থাকায় প্রতিষ্ঠিত কোম্পানিগুলো একদিকে তাদেরবাজার হারাচ্ছে অন্যদিকে সরকার বড় ধরনের রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে। এই বিড়ি কোম্পানিগুলোকে তদারকি করতে হলে কুষ্টিয়া কাস্টম এক্সাইজ ভ্যাট সার্কেল বিভাগের ভেড়ামারা