কুষ্টিয়া প্রতিনিধি:
কুষ্টিয়া জেলা কারাগার এলাকায় স্থানীয়দের সাথে কারারক্ষীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় এক সহকারি প্রধান কারারক্ষীসহ দু’পক্ষের অন্তত ৮ জন আহত হয়েছে। হামলার সাথে জড়িত দুই বহিরাগতকে আটক করেছে পুলিশ। আজ শুক্রবার রাত ৮ টার দিকে এ হামলার ঘটনা ঘটে। ঘটনার পর থেকে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।কারা কর্তৃপক্ষ জানিয়েছে, সন্ধ্যায় কারা ফটকের সামনে স্থানীয় এক সবজি বিক্রেতার সাথে এক কারারক্ষীর কথা কাটাকাটি হয়। পরে বিষয়টিকে কেন্দ্র করে ওই সবজি বিক্রেতা স্থানীয়দের সাথে নিয়ে দেশীয় অস্ত্রশস্ত্রসহ কারাগারের প্রধান ফটকের অভ্যন্তরে অনুপ্রবেশ করে সহকারী প্রধান কারারক্ষী মামুন হোসেন সহ অন্যান্য কারারক্ষীদের উপর হামলা চালায়। এ সময় দু পক্ষের সংঘর্ষে সহকারী কারারক্ষী মামুন সহ অন্তত ৮ জন আহত হয়।আহতদের কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়া হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে কারা ঘন্টা বাজিয়ে কুষ্টিয়া জেলা কারাগারের সকল কারারক্ষী একত্রিত হয়ে বহিরাগতদের ধাওয়া করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এসময় পুলিশ ২ বহিরাগত হামলাকারীকে আটক করেছে।এ ঘটনায় কুষ্টিয়া মডেল থানায় মামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন কুষ্টিয়া জেলা কারাগারের জেল সুপার তায়েফ উদ্দিন মিয়া।

--প্রেরিত ছবি