Thursday , 3 April 2025
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
কুয়াকাটায় বাবার সাথে অভিমানে ছেলের আত্মহত্যা

কুয়াকাটায় বাবার সাথে অভিমানে ছেলের আত্মহত্যা

কুয়াকাটা (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর মহিপুরে হাত খরচের টাকা না পেয়ে বাবার সাথে অভিমান করে মায়ের ওড়না পেচিয়ে ছেলে সোহাগ ব্যাপারী (২২) আত্মহত্যা করেছে । রবিবার (২৫ জুলাই) রাতে মৎস্য বন্দর আলীপুর বাজারের নিজ ঘরের ফ্যানের সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। নিহত সোহাগ আলীপুরের বাসিন্দা আনোয়ার ব্যাপারীর ছেলে। পরিবারিক সূত্রে জানা গেছে, রবিবার রাত ৯টার দিকে বাবার কাছে হাত খরচের টাকা চায় সোহাগ। টাকা না পেয়ে অভিমান করে বাসা থেকে বের হয়ে যায়। রাত ১২টায় বাসায় না আসায় খোঁজ করতে বের হয় পরিবারের সদস্যরা। পরে পার্শববর্র্তী ভাড়াটিয়া বাসায় গিয়ে ফ্যানের সাথে লাশ ঝুলতে দেখে পুলিশকে খবর দেয়। মহিপুর থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠায়। প্রতিবেশী সাইফুল ইসলাম পান্না মোল্লা বলেন, ‘সোহাগ এর আগেও দুইবার বিষপান করে এবং একবার গলায় ফাঁস দিয়ে আহত্মত্যার চেষ্টা করে ব্যর্থ হয়েছিলো। আরেক প্রতিবেশী স্বপন শিকদার বলেন, সোহাগের মানসিক অবস্থা ভালো ছিলো না। মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বলেন, রাতেই লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পটুয়াখালী মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় মহিপুর থানায় একটি ইউডি মামলা হয়েছে।

About Syed Enamul Huq

Leave a Reply