কুমিল্লা প্রতিনিধি:
গত ২৪ ঘন্টায় কুমিল্লায় আরও ২৯১ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে ১০০ জনই বিদেশগামী। এই সময়ের মধ্যে জেলায় ১ হাজার ১শ ৩২ জন করোনা পরীক্ষা করিয়েছেন। জেলায় করোনা শনাক্তের হার ৪০শতাংশ। গত একদিনে জেলায় সবচেয়ে বেশি করোনা শনাক্ত হয়েছে কুমিল্লা নগরীতে ১০৬ জন। পরের অবস্থানেই আছে লাকসাম ২৪ জন এবং চান্দিনায় ২৩ জন। কুমিল্লা জেলায় শুরু থেকে এপর্যন্ত মোট করোনা আক্রান্তের সংখ্যা ৪০ হাজার ৯শ ৬৮ জন। এর মধ্যে করোনা মুক্ত হয়েছেন ৩৮ হাজার ৪শ ৪১জন। জেলায় মোট প্রাণহানির সংখ্যা ৯৬০ জন। শনিবার সকালে জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে এসব তথ্য পাওয়া গেছে। কুমিল্লার ডেপুটি সিভিল ডা. সার্জন নিসর্গ মেরাজ চৌধুরী জানান, কুমিল্লায় এখনো পর্যন্ত করোনা শনাক্তের যে হার তা স্বাভাবিক ভাবেই উর্দ্ধমুখী। কিন্তু যে হারে বাড়ছে সে পরিস্থিতিতে বলা যায়- সেটি ওমিক্রণ হতে পারে। এদিকে কুমিল্লা জেলার বিভিন্ন জায়গায় বেড়েছে ঠান্ডা জ্বর সর্দির প্রকোপ। একই উপসর্গ করোনার নতুন ধরন ওমিক্রনের। অনেকে আবার সাধারণ অসুখ মনে করেও করোনা পরীক্ষা করছেন না। তবে জনস্বাস্থ্যবিদ ডা. নিসর্গ মেরাজ চৌধুরী বলেন, এই ধরনের লক্ষণ থাকলেও করোনা পরীক্ষা করা প্রয়োজন। আর ওমিক্রনের লক্ষণ খুবই মৃদু হয়। তবে এই মুহুর্তে স্বাস্থ্যবিধি মানা সবচেয়ে বেশি জরুরী।