কুমিল্লা প্রতিনিধি:
কুমিল্লায় নতুন করে আরও ৯২হাজার ৮ শত ডোজ ভ্যাকসিন গ্রহণ করেছে জেলা স্বাস্থ্য বিভাগ। ঢাকা থেকে এসব ভ্যাকসিন শীতা তাপনিয়ন্ত্রিত গাড়ি যোগে বেক্সিমকো ফার্মাসিউটিক্যাল সুষ্ঠু সুন্দর ভাবে কুমিল্লা সিভিল সার্জন কার্যালয়ে সরবরাহ করে। মঙ্গলবার রাতে কুমিল্লা জেলা সিভিল সার্জন কার্যালয়ের ইপিআই সেন্টারে এসব ভ্যাকসিন গ্রহণ করা হয়। কোল্ডচেইন মেন্টেইন করে মডার্নার ১৪হাজার ৪ শত ডোজ ও সিনোফার্মার ৭৮হাজার ৪ শত ডোজ ভ্যাকসিন সরবারহ করা হয়। ইপিআই সেনাটারে ভ্যাক্সিনের এই চালানটি গ্রহণ করেন সিভিল সার্জন কার্য্যালয়ের মেডিকেল অফিসার ডা. সৌমেন রায়, অতিরিক্ত পুলিশ সুপার আফজাল হোসেন,জেলা প্রশাসনের সহকারি কমিশনার মোঃ জিয়াউর রহমান, বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধি ডা.মুকিত আহাম্মেদ চৌধুরী, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস কোম্পানী লিমিটেডের এ্যাসিস্টেন্ট সেলস ম্যানেজার নূরই আলম, সিনিয়র রিজিওনাল সেলস এক্সিকিউটিভ মোঃ আব্দুল আউয়াল এরিয়া সেলস এক্সিকিউটিভ মোঃ শাহ আলম, মোঃ নাসিম ইকবাল এরিয়া সেলস এক্সিকিউটিভসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা। সিভিল সার্জন কার্য্যালয়ের মেডিকেল অফিসার ডা. সৌমেন রায়, বলেন মডার্নার ভ্যাক্সিনটি সিটি করপোরেশন এলাকায় দেয়া হবে। উপজেলা থেকে যেসব প্রবাসী রেজিষ্ট্রেশন করছেন তাদেরকেও সিভিল সার্জন কার্য্যালয়ে এলে মডার্নার ভ্যাক্সিন দেয়া হবে। ক্যাপশন মঙ্গলবার রাতে বেক্সিমকো ফার্মাসিউটিক্যাল লিমিটেড নিজস্ব শীতা তাপনিয়ন্ত্রিত বাহনে ৯২ হাজার ৮ শত ডোজ ভ্যাকসিন সুষ্ঠু সুন্দর ভাবে কুমিল্লা সিভিল সার্জন কার্যালয়ে সরবরাহ করে এবং তা গ্রহণ করেন গ্রহণ করেছে জেলা স্বাস্থ্য বিভাগ।