কুষ্টিয়া প্রতিনিধি :
কুষ্টিয়া কুমারখালী উপজেলার বাগুলাট ইউনিয়নের কালিকাতলা গ্রামের মৃত রাম গোপালের পুত্রবধু বাসন্তী রায়ের শেষ সম্বল জমি টুকু নিয়ে কয়েকটি কুচক্রী মহল ইউনিয়ন নির্বাচনকে কেন্দ্র করে চেয়ারম্যান পদপ্রার্থী বাগুলাট ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আজিজুল হক নবা বিশ্বাসের মানক্ষুন্য করতে তার দুই ছেলে টিপু ও সাবুর বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার ছড়িয়ে বেরাচ্ছে। জানা যায়, বাগুলাট কালিকাতলা গ্রামের বীর মুক্তিযোদ্ধা মৃত রাম গোপালের নামে প্রায় ৫ বিঘা সরকারি খাস জমি লিজ ছিলো। পরে রাম গোপাল মারা যাওয়ার পর তার পুত্রবধু বাসন্তীর নামে নাম করন হয়। বাসন্তীর স্বামী বিপ্লব মারা যাওয়ার পর পরিবারটি অসহায় হয়ে পরে। তারপর তাদের পরিবারের দেখাশুনার দায়িত্ব নেন নবা বিশ্বাসের দুই ছেলে টিপু ও সাবু। পরে টিপু ও সাবু সেই জায়গার এক কাওনে রাস্তার পাশে জমির মালিক বাসন্তীর কাছ থেকে অনুমতি নিয়ে একটি দোতলা দোকান নির্মান করেছে। এখন সেই দোকান নিয়ে টিপু ও সাবু জোরপূর্বক দঅখল করেছে এমন মিথ্যা অপপ্রচার ছড়িয়ে বেড়াচ্ছে একটি কুচক্রী মহল। যারফলে মানক্ষুন্য হচ্ছে টিপু ও সাবুর পিতা নবা বিশ্বাস। এ বিষয়ে সরেজমিনে জমির লিজের মালিক বাসন্তীর সাথে কথা বললে তিনি বলেন,আমার জমি কেউ জবর দখল করিনাই।আমার সাথে কথা বলেই সাবু ও টিপু জমিতে দোকান নির্মান করেছে এবং আমার সন্তানরা বড় হয়ে গেলে তাদের জমি দিতে চেয়েছে। এ ছাড়াও সাবু ও টিপু আমার সন্তানদের জন্য যথেষ্ট পরিমানে সাহায্য করে। আমার তাদের প্রতি কোন অভিযোগ নেই। যদি কেই এমন কথা বলে তাহলে সেটা মিথ্যা ও বানোয়াট।