Monday , 25 November 2024
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
কুমারখালীতে এটিএন বাংলার ক্যামেরা পার্সনের উপর পুলিশি নির্যাতন

কুমারখালীতে এটিএন বাংলার ক্যামেরা পার্সনের উপর পুলিশি নির্যাতন

কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ার কুমারখালীতে আওয়ামীলীগের দু-গ্রুপের সংঘর্ষের সময় দায়িত্ব পালনকালে এটিএন বাংলার ক্যামেরা পার্সনকে আটক করে থানায় নিয়ে এসে চোখ বেঁধে নির্যাতন করেছে বলে জানা গেছে। বুধবার ভোরে বাগুলাট ইউনিয়নের শালঘর মধুয়া সংঘর্ষ চলাকালীন সময়ে তাকে আটক করা হয়।  নির্যাতনের শিকার হয়েছেন এটিএন বাংলার ক্যামেরা পার্সন নাজমুস হাসিব।  নাজমুস হাসিব জানান, দায়িত্ব পালনকালে তাকে শালঘর মধুয়া থেকে ডিবিপুলিশ আটক করে কুমারখালী থানা পুলিশের নিকট হস্তান্তর করে। কুমারখালী থানা পুলিশ তাকে গাড়িতে উঠিয়েই নির্যাতন শুরু করে। পরবর্তীতে থানায় নিয়ে আসার পর একটি রুমে দরজা আটকিয়ে চোখ বেঁধে তাকে হকিস্টিক ও হাতুরী দিয়ে নির্যাতন করে। বর্তমানে তিনি কুমারখালী থানার হাজতে অসুস্থ অবস্থায় রয়েছেন।   পুলিশের উর্দ্ধতন কর্মকর্তা অস্বীকার করে বলেন এ জাতিয় কোন ঘটনা ঘটেনি।  বর্তমানে কুমারখালী থানায় সর্বস্তরের সাংবাদিক অবস্থান করছেন। এর সঠিক ব্যবস্থা নেয়া না পর্যন্ত  সাংবাদিকরা থানা চত্বরে অবস্থান কর্মসূচি পালন করবেন।

About Syed Enamul Huq

Leave a Reply