Saturday , 19 April 2025
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
কুবি ভর্তি পরীক্ষায় ভুল প্রশ্ন সরবরাহ, ৪০ মিনিট বিলম্ব
--সংগৃহীত ছবি

কুবি ভর্তি পরীক্ষায় ভুল প্রশ্ন সরবরাহ, ৪০ মিনিট বিলম্ব

অনলাইন ডেস্কঃ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) স্নাতক ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় পরীক্ষার্থীদের ভুল প্রশ্ন সরবরাহ করা হয়েছে। ফলে সঠিক প্রশ্ন সরবরাহের জন্য ৪০ মিনিট বিলম্বে পরীক্ষা শুরু হয়েছে। শনিবার (১৯ এপ্রিল) ভর্তি পরীক্ষা শেষে বিষয়টি জানা যায়।

ভর্তি পরীক্ষা কমিটির সূত্রে জানা যায়, ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় বিজ্ঞান, ব্যবসায় শিক্ষা এবং মানবিক বিভাগের সকল শিক্ষার্থীরাই পরীক্ষা দিতে পেরেছে।

প্রতিটি বিভাগের পরীক্ষার্থীর জন্য ভিন্ন ভিন্ন প্রশ্নের সেট ছিল।তবে বিশ্ববিদ্যালয় কেন্দ্রের কলা ও মানবিক অনুষদের অধিকাংশ কক্ষে কিন্তু ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষার্থীদের প্রশ্নই বিজ্ঞান ও মানবিক বিভাগের শিক্ষার্থীদের আবার বিজ্ঞান ও মানবিক শিক্ষার্থীদের জন্য তৈরিকৃত প্রশ্ন ব্যবসায় বিভাগের শিক্ষার্থীদের সরবরাহ করা হয়েছিল। ফলে সঠিক প্রশ্ন এনে পুনরায় পরীক্ষা শুরু করতে ৪০ মিনিটের মতো বিলম্ব হয়।

ভুক্তভোগী পরীক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা যায়, প্রথমে ব্যবসায় শিক্ষা বিভাগের পরীক্ষার্থীদের জন্য যে প্রশ্নপত্র সেটিই কুমিল্লা বিশ্ববিদ্যালয় কেন্দ্রের কয়েকটি হলে প্রদান করা হয়।

পরীক্ষার প্রায় অর্ধেক সময় পাড় হলে পরীক্ষার্থীরা দেখতে পারে যে তাদের ভুল প্রশ্ন প্রদান করা হয়েছে। পরবর্তীতে তাদের সঠিক প্রশ্ন দিয়ে পুনরায় ১ ঘণ্টার পরীক্ষাটি নেওয়া হয়। তবে এই ভুলের ফলে মানসিকভাবে বিপর্যস্ত ও পরীক্ষায় বিরূপ প্রভাব পড়েছে বলে জানান।এ বিষয়ে একজন পরীক্ষার্থী বলেন, আমরা যে কেন্দ্রে পরীক্ষা দিয়েছি সেটি মূলত বিভাগ পরিবর্তনকারী শিক্ষার্থীদের কেন্দ্র।

তবে এখানে ২টা রুমে বিবিএর শিক্ষার্থীদের আসন পড়েছে। তাই ভুল করে আমাদেরকেও বিভাগ পরিবর্তনের প্রশ্ন দিয়ে দিয়েছিল। পরে আবার ঠিক প্রশ্নই দিয়েছে তবে ৪০ মিনিট দেরি হয়েছে।চট্টগ্রাম থেকে আসা মোহাম্মদ আবু হানিফ বলেন, আজকে সি ইউনিটের পরিক্ষায় সময় আমাদের হলে ভুলে গ্রুপ পরিবর্তনের (মানবিক বিভাগের) প্রশ্ন আমাদের দেওয়া হয়। স্যারদের আমরা এই বিষয়টা জানাই যে, এইটা আমাদের প্রশ্ন না তারপর আমাদের থেকে প্রশ্ন নিয়ে নেওয়া হয়।

প্রায় ৪০ মিনিট পর আমাদের প্রশ্ন দেওয়া হয়। তারপর আমরা পরীক্ষা শুরু করি।এই বিষয়ে ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষার আহ্বায়ক অধ্যাপক ড. মোহাম্মদ আহসান উল্লাহ বলেন, বিজ্ঞান এবং মানবিক পরীক্ষার প্রশ্ন আলাদা, পরীক্ষাও মানবিকেরটা কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের বিল্ডিংয়ে এবং বিজ্ঞান বিভাগের পরীক্ষা বিজ্ঞান অনুষদের বিল্ডিংয়ে হয়েছে। ঝামেলাটা হয়েছে কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের বিল্ডিংয়ে সেখানে ভুল প্রশ্ন দেওয়া হয়েছে। পরে রোল চেক করে পরিদর্শকরা বুঝতে পারে এবং আমরা সংশোধন করে দিই। শিক্ষার্থীদের পরীক্ষার জন্য অতিরিক্ত সময় দেওয়া হয়। অন্য কোনো জায়গায় সমস্যা হয়নি, কারণ অন্য সবখানে শুধু কমার্সের স্টুডেন্টদের পরীক্ষা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. হায়দার আলী বলেন, এই ঘটনা শুনে আমি ওই কক্ষে গিয়েছিলাম। দায়িত্বরত সকলকে সতর্কতা অবলম্বন করতে বলেছিলাম। যেহেতু ঘটনাটা ঘটে গেছে, তাই আমরা সঙ্গে সঙ্গে যথাযথ ব্যবস্থাও নিয়েছিলাম এবং শিক্ষার্থীদের কোনো ক্ষতি হয়নি। তারা পরীক্ষার জন্য বরাদ্দকৃত সময়ই পরীক্ষা দিতে পেরেছে। অন্য কেন্দ্রে এইরকম কোনো ঘটনা ঘটেনি।

এই বিষয়ে কোনো ব্যবস্থা নেওয়া হবে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা সকলকে বারবার সাবধানতা অবলম্বন করতে বলেছিলাম। কিন্তু যেটা ঘটেছে এটা সম্পূর্ণ অপেশাদারি ও অবহেলা। সে জন্য দায়িত্বরত কমিটির ব্যক্তিদের এ জন্য জবাবের আওতায় আনা হবে।

About Syed Enamul Huq

Leave a Reply