Friday , 22 November 2024
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
কিশোর গ্যাংয়ের আশ্রয়দাতার তালিকা হচ্ছে : ডিএমপি
--ফাইল ছবি

কিশোর গ্যাংয়ের আশ্রয়দাতার তালিকা হচ্ছে : ডিএমপি

অনলাইন ডেস্কঃ

কিশোর গ্যাংয়ের আশ্রয়দাতাদের তালিকা হচ্ছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপস) ড. খ. মহিদ উদ্দিন। তিনি বলেছেন, কিশোর গ্যাংয়ের নেপথ্যে যে-ই থাকুক, যেই রাজনৈতিক দলেরই হোক, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। সে জন্য আশ্রয়-প্রশ্রয়দাতাদের তালিকা করা হচ্ছে।

শনিবার (২৩ মার্চ) বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে ডিবেট ফর ডেমোক্রেসির আয়োজনে ‘কিশোর অপরাধ বৃদ্ধিতে সোশ্যাল মিডিয়ার ব্যবহার’ শীর্ষক আয়োজিত ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মহিদ উদ্দিন বলেন, অপরাধীর কোনো দল নেই, থাকার কথা না। অপরাধীই বরং কোনো কোনো দলে শেল্টার নেয়। কিশোর অপরাধ নিয়ে জাতীয় সংসদে আলোচনা হয়েছে। এই অপরাধের সঙ্গে যারাই জড়িত থাকুক না কেন, তাদের যেন আইনের আওতায় নিয়ে আসা হয়।
পুলিশের এই কর্মকর্তা বলেন, আমি স্পষ্ট করে বলতে চাই, কিশোর অপরাধে যারা জড়িত বা সংশ্লিষ্ট, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

কিশোর গ্যাংয়ে পৃষ্ঠপোষকদের নাম আসছে জানিয়ে তিনি বলেন, তাদের তালিকা করা হবে। কিছু নাম এসেছে, আরো কিছু এলে তালিকা হালনাগাদ করা হবে।

About Syed Enamul Huq

Leave a Reply