Thursday , 21 November 2024
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
কালকিনিতে বয়স্ক ভাতা নিয়ে বানিজ্য

কালকিনিতে বয়স্ক ভাতা নিয়ে বানিজ্য

মাদারীপুর জেলা প্রতিনিধিঃ
কালকিনি উপজেলার ডাসার ইউনিয়নের স্থানীয় ইউপি সংরক্ষিত(৭,৮,৯)ওয়ার্ডের মহিলা সদস্য(ঝর্ণা) ও অন্যান্য ইউপি সদস্যদের যোগসাজশে বয়স্ক ভাতা নিয়ে রমরমা বানিজ্য। ভুয়া জাতীয় পরিচয়পত্র দেখিয়ে উপজেলা সমাজসেবা কার্যালয় থেকে দীর্ঘদিন ধরে বয়স্কভাতা তুলে নেওয়া হতো। তথ্য ভিত্তিতে অনুসন্ধান কালে, ভুয়া পরিচয়পত্র বহনকারী ৮নং ওয়ার্ডের বাসিন্দা মো.আইউব আলী নামে ব্যক্তি হাতেনাতে ধরা পরে। জিজ্ঞাসা কালে তিনি স্বীকার করেন স্থানীয় ইউপি মহিলা সদস্য(ঝর্ণা) সাথে তিনি লিয়াজু করে বাহিরের একটি কম্পিউটারের দোকান থেকে জাতীয় পরিচয় পত্র নকল করে বয়স্ক ভাতা উত্তোলন করতেন। এসময় তার কাছ থেকে ভুয়া পরিচয় পত্র ও টাকা উত্তোলনের বই মেলে। তৎক্ষনাত মহিলা ইউপি সদস্য ঝর্ণা সহ আরেকজন ইউপি সদস্য উপস্থিত হন, ব্যাপারটি ধামাচাপা দিতে বিভিন্ন ভাবে চাপ সৃষ্টি করে। একপর্যায়ে ভুয়া পরিচয় পত্র ও বই ফেলে পালিয়ে যায়।
এ ব্যাপারে কালকিনি উপজেলা সমাজসেবা অফিসার বলেন, আমি নতুন জয়েন করেছি। বিগত দিনে কী ঘটেছে তা আমি বলতে পারবো না। তবে বয়স্ক ভাতা গ্রহনকারীর ক্ষেত্রে জাতীয় পরিচয় পত্রে বয়স পুরুষের ৬৫ ও মহিলাদের ৬২ না হলে কেউ বয়স্ক ভাতা পাবে না। ভুয়া জাতীয় পরিচয়পত্র বহনের ব্যাপারে মাদারীপুর জেলা প্রশাসক ড. রহিমা খাতুন বলেন আমাদের কাছে লিখিত অভিযোগ আসলে আমরা অভিযোগ খতিয়ে আইনআনুগ ব্যাবস্থা নিবো।

About Syed Enamul Huq

Leave a Reply