Thursday , 21 November 2024
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
কারাগারে ৫ ওয়াক্ত নামাজ পড়ছেন ব্যারিস্টার সুমন, জানিয়েছেন মন খারাপের কারণ
--Collected pic

কারাগারে ৫ ওয়াক্ত নামাজ পড়ছেন ব্যারিস্টার সুমন, জানিয়েছেন মন খারাপের কারণ

অনলাইন ডেস্কঃকারাগারে বদলে গেছেন আলোচিত সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনের জীবন। তিনি ইবাদাত-বন্দেগী করে কারাগারে সময় পার করছেন। অবসর সময়ে পড়ছেন পত্রিকা। খোঁজ রাখছেন, দেশের সার্বিক বিষয়ে।

তিনি বলেন, পুরাই বদলে গেছেন ব্যারিস্টার সুমন। পাঁচ ওয়াক্ত নামাজ পড়ছেন।
আইনজীবী লিটন আহমেদ আরো বলেন, ব্যারিস্টার সুমনের জেল সঙ্গী হলেন সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মুখ্য সচিব ও জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক চেয়ারম্যান নজিবুর রহমান। এদের দুজনের সঙ্গে একই রুম শেয়ার করতে হয় ব্যারিস্টার সুমনকে। সাথে রয়েছেন এক সাবেক পুলিশ কর্মকর্তাও।
আদালতে তোলার দিন মন খারাপ থাকে বলে সহকর্মীকে জানিয়েছেন ব্যারিস্টার সুমন। লিটন আহমেদ বলেন, যেদিন আদালতে তোলা হয় সেদিন মন খারাপ থাকে সুমনের। কারণ তার হাতে হাতকড়া পড়ানো থেকে শুরু করে কোর্টে নেওয়া সেখানে অন্য সহকর্মীদের দেখে আবেগি হয়ে পড়েন।ব্যারিস্টার সুমন তার চেম্বার পার্টনারকে আরো বলেন, জেল জীবন কষ্টের কারণ ঠিক সন্ধ্যে নামার মুখেই কারা সেলে ঢুকে পড়তে হয়, খাবার খেয়ে নিতে হয়।

গত ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের ফলে দেশ ছেড়ে ভারতে যান শেখ হাসিনা। তৎকালীন এই প্রধানমন্ত্রীর পতনের পর তার সরকারের প্রভাবশালী মন্ত্রী ও এমপির অনেকেরই দেশ ছাড়ার খবর বেরিয়েছিল। এর মধ্যে ব্যারিস্টার সুমনের নামও ছিল।কিন্তু শেখ হাসিনার সরকার পতনের প্রায় আড়াই মাস পর ২১ অক্টোবর গভীর রাতে ঢাকার মিরপুর এলাকা থেকে সুমনকে গ্রেপ্তার করা হয়। এরপর সেই মামলায় রিমান্ডে নেওয়া হয় তাকে। এখন পর্যন্ত তার বিরুদ্ধে ৬টি মামলা হয়েছে।

About Syed Enamul Huq

Leave a Reply