অনলাইন ডেস্ক:
রাজধানীর কারওয়ান বাজার এলাকায় চাঁদাবাজির অভিযোগে চারজনকে অস্ত্রসহ গ্রেপ্তার করেছে র্যাব। তারা হলেন, মোহাম্মদ রনি, লিটন ও মিলন। তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, এক রাউন্ড তাজা গুলি ভর্তি ম্যাগজিন ও ৬০ পিস ইয়াবা উদ্ধার করা হয় বলে দাবি করেছের র্যাব-২ এর সহকারী পুলিশ সুপার (মিডিয়া) আব্দুল্লাহ আল মামুন।
র্যাব কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন জানান, উদ্ধার হওয়া অস্ত্র ব্যবহার করে রনি ও তার সহযোগীরা কারওয়ান বাজার কাঁচামাল ব্যবসায়ীদের ভয়ভীতি দেখিয়ে চাঁদা আদায় করত। যারা তার কাজের প্রতিবাদ করত বা চাঁদা দিতে অস্বীকার করত তাদেরকে মারধর করত বলে অভিযোগ পাওয়া গেছে। তাদেরকে আসামি করে মামলা প্রক্রিয়াধীন।