সুনামগঞ্জের কাঠইর থেকে জামালগঞ্জ বেহাল রাস্তা সংস্কারের দাবীতে মানববন্ধন করেছে এলাকাবাসী। বৃহস্পতিবার দুপুরে জয়নগর সরদারপুর পয়েন্টে স্থানীয়দের উদ্যোগে বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের অধীনে কাঠইর থেকে জামালগঞ্জ পর্যন্ত রাস্তাটি গেল বন্যায় ব্যাপক ক্ষতি করেছে। স্বাভাবিক যান চলাচল করতে পারছে না। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও রাস্তাটি সংস্কার না করায় দুর্ভোগ চরম আকার ধারন করেছে। রাস্তাটি সংস্কারের জন্য স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরসহ সরকারের বিভিন্ন পর্যায়ে আবেদন করেও কোন কাজ না হওয়ায় আন্দোলনে নেমেছে স্থানীয়রা। রাস্তাটি সংস্কারের দাবীতে সভা সমবেশ ও মানববন্ধন করছে স্থানীয়রা। আজিজুর রহমানের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন নিরাপদ সড়ক চাই সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি মহিম তালুকদার, সেক্রেটারী আবু হানিফ, মঈন উদ্দিন কলেজের প্রভাষক তৈয়বুর রহমান, দিলোয়ার হোসেন, ব্যবসায়ী আমিরুল ইসলাম, জয়নগর বাজার ব্যবসায়ী সমিতির সেক্রেটারী জুলহাস উদ্দিন,ব্যবসায়ী আকিকুল ইসলাম,কবি শহিদ মিয়া,তানভীর আহমদ, লিয়াকত আলী, আলী আহমদ বাবলু,কবির হোসেন প্রমুখ।
কাঠইর টু জামালগঞ্জ বেহাল রাস্তা সংস্কারের দাবীতে মানববন্ধন
সুনামগঞ্জ প্রতিনিধিঃ
এ সময় মানববন্ধনে হাতে লেখা ফেস্টুন হাতে বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থী, এলাকাবাসী ও বিভিন্ন শ্রেনী পেশার মানুষ অংশগ্রহণ করেন এবং কাঠইর জামালগঞ্জ রাস্তাটি দ্রুততম সময়ের মধ্যে মেরামতের দাবী জানায়। অন্যথায় তারা তীব্র আন্দোলন গড়ে তোলার হুমকি প্রদান করেন।