বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্র থেকে আসা তিন বিশেষজ্ঞ চিকিৎসক আজ বৃহস্পতিবার সকাল থেকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে কাজ শুরু করেছেন। চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন সাংবাদিকদের এ কথা জানিয়েছেন।
এ জেড এম জাহিদ বলেন, গতকাল বুধবার রাতে তিন চিকিৎসক ঢাকায় পৌঁছেছেন। আজ তাঁরা মেডিক্যাল বোর্ডের সদস্যদের সঙ্গে বৈঠক করবেন।
খালেদা জিয়ার শারীরিক পরীক্ষা-নিরীক্ষাগুলো পর্যালোচনা করবেন। এরপর করণীয় ঠিক করবেন।
বুধবার রাত সাড়ে ৭টার দিকে অধ্যাপক ক্রিসটোস স্যাভাস ও পিটার হ্যামিল্টন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছেন।
তাঁরা সাড়ে ১০টার দিকে এভারকেয়ার হাসপাতালে যান এবং খালেদা জিয়ার চিকিৎসার বিষয়ে কাজ শুরু করেন। রাত ২টার দিকে যুক্তরাষ্ট্র থেকে আসেন অধ্যাপক হামিদ রব।
গত আড়াই মাসে তাঁকে কয়েক দফায় করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) স্থানান্তর করা হয়। এভারকেয়ার হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে ১৯ সদস্যের একটি মেডিক্যাল বোর্ডের তত্ত্বাবধানে খালেদা জিয়ার চিকিৎসা চলছে।