কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি,
পটুয়াখালীর কলাপাড়ায়
যথাযোগ্য মর্যাদায় শহীদ মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন শেখ কামালের ৭২ তম
জন্মবার্ষিকী উদযাপন করা হয়েছে। বৃহস্পতিবার সকাল নয়টায় উপজেলা
প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ প্রাঙ্গনে শেখ কামালের
প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। এসময় উপস্থিত ছিলেন
উপজেলা পরিষদ চেয়ারম্যান এসএম রাকিবুল আহসান, উপজেলা নির্বাহী
অফিসার আবুহাসনাত মো. শহীদুল হক, উপজেলা আওয়ামীলীগের সাধারণ
সম্পাদক আবদুল মোতালেব তালুকদার, মহিপুর থানা যুবলীগের আহবায়ক
মিজানুর রহমান বুলেট, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ইয়ামিন
আহমেদসহ অন্যান্যরা। স্বাস্থ্যবিধি মেনে শ্রদ্ধানিবেদন শেষে উপজেলা
যুবউন্নয়ন কার্যালয়ের আয়োজনে দুই শতাধিক যুবক যুবতীদের মাঝে
বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়। শেষে উপজেলা নির্বাহী
কর্মকমর্তা আবু হাসনাত মোহাম্মদ শহিদুল হকের সভাপতিত্বে আলোচান
সভা অনুষ্ঠিত হয়। সভাপতি শহীদ ক্যাপ্টেন শেখ কামালের জীবনি সম্পর্কে
বিষদ আলোচনা করা হয়।
এছাড়া শেখ কামালের ৭২ তম জন্মবার্ষিকী উপলক্ষে কলাপাড়া উপজেলা
আওয়ামী লীগের উদ্যোগে বৃহস্পতিবার সকাল ৮টায় উপজেলা আওয়ামীলীগ’র
দলীয় কার্যলয়ে আলোচনা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে
উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান
বীর মুক্তিযোদ্ধা এস.এম রাকিবুল আহসান সভাপতিত্বে বক্তব্য রাখেন
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল মোতালেব তালুকদার,
উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ড.শহিদুল ইসলাম বিশ্বাস প্রমূখ।
এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সৈয়দ নাসির
উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাড. সাইদুর রহমান
সাইদ, উপজেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক উম্মে তামিমা
বিথিসহ আওয়ামী সহযোগী সংগঠনের নেতাকমর্ী।
অলোচনা সভা শেষে দোয়া মোনাজাত পরিচালনা করেন উপজেলা পরিষদ জামে
মসজিদ এর ইমাম মাসুম বিল্লাহ।