সিরাজগঞ্জের শাহজাদপুরে দলের প্রতিপক্ষ নেতাকর্মীর হামলায় জেলা বিএনপির সন্মেলন প্রস্তুতি কমিটির সদস্য ও স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সহসভাপতি গোলাম সরোয়ারসহ অন্তত ১৫ জন আহত হয়েছে।
শনিবার দুপুর আড়াইটার দিকে শাহজাদপুর পৌর শহরের মণিরামপুর বাজারে বিএনপি কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। এ ঘটনায় উভয় পক্ষ একে অপরকে দায়ী করেছে।
প্রত্যক্ষদর্শী জানান, দুপুরের দিকে জেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য গোলাম সারোয়ার ২০-৩০ জন নেতাকর্মী নিয়ে দলীয় কার্যালয়ের সামনে যান।