Wednesday , 19 February 2025
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
কর্মী-সমর্থকদের মারধরে বিএনপি নেতাসহ আহত ১৫
--সংগৃহীত ছবি

কর্মী-সমর্থকদের মারধরে বিএনপি নেতাসহ আহত ১৫

অনলাইন ডেস্কঃ

সিরাজগঞ্জের শাহজাদপুরে দলের প্রতিপক্ষ নেতাকর্মীর হামলায় জেলা বিএনপির সন্মেলন প্রস্তুতি কমিটির সদস্য ও স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সহসভাপতি গোলাম সরোয়ারসহ অন্তত ১৫ জন আহত হয়েছে।

শনিবার দুপুর আড়াইটার দিকে শাহজাদপুর পৌর শহরের মণিরামপুর বাজারে বিএনপি কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। এ ঘটনায় উভয় পক্ষ একে অপরকে দায়ী করেছে।

প্রত্যক্ষদর্শী জানান, দুপুরের দিকে জেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য গোলাম সারোয়ার ২০-৩০ জন নেতাকর্মী নিয়ে দলীয় কার্যালয়ের সামনে যান।
এ সময় বিএনপি কার্যালয়ে আগে থেকেই অবস্থান নেওয়া জেলা বিএনপির উপদেষ্টা ড. এম এ মুহিতের সমর্থকদের সঙ্গে দলীয় কার্যালয়ে প্রবেশ নিয়ে বাগবিতণ্ডা ও হাতাহাতি শুরু হয়। এক পর্যায়ে গোলাম সারোয়ারসহ তার কমী-সমর্থকদের ধাওয়া এবং লাঠিপেটা করা হয়। এতে অন্তত ১৫জন নেতাকর্মী আহত হন।এ বিষয়ে তাৎক্ষনিক নিজ বাসভবনে সংবাদ সন্মেলন করে বিএনপি নেতা গোলাম সারোয়ার অভিযোগ করে বলেন, ‘নেতাকর্মী নিয়ে দলীয় অফিসে প্রবেশের সময় ড. এম এ মুহিতের সমর্থক নেতাকর্মীরা আমাকে অফিসে প্রবেশে বাধা দেন।

এ সময় উভয় গ্রুপের মধ্যে তর্ক-বিতর্ক শুরু হয়। এক পর্যায়ে তারা হকিস্টিক, রড ও পাইপ দিয়ে আমাদের মারধর করে।’এ বিষয়ে দলীয় কার্যালয়ে পাল্টা সংবাদ সন্মেলন করে মুহিত গ্রুপের সমর্থক উপজেলা বিএনপির সদস্যসচিব আরিফুজ্জামান আরিফ বলেন, ‘শাহজাদপুরের রাজনীতির সাথে গোলাম সরোয়ারের কোনো সম্পৃক্ততা নেই। মূলত তিনি কেন্দ্রে রাজনীতি করেন।

দীর্ঘদিন যাবৎ তিনি শাহজাদপুরে অনুপস্থিত ছিলেন। উপজেলার নেতাকর্মীদের না জানিয়ে হঠাৎ করেই সুবিধাবাদী কিছু কর্মী নিয়ে তিনি দলীয় অফিসে আসায় তৃণমূলের নেতাকর্মীরা তাকে প্রতিহত করেছে।’

About Syed Enamul Huq

Leave a Reply