অনলাইন ডেস্ক:
করোনায় প্রাণ হারালেন নির্বাচন কর্মকর্তা আলিফ লায়লা। তিনি মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলা নির্বাচন অফিসারের দায়িত্বে ছিলেন।
নির্বাচন কমিশন সচিবালয়ের কয়েকজন কর্মকর্তা জানান, করোনা আক্রান্ত হয়ে তিনি রাজধানীর সিটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। পরিস্থিতির অবনতি হলে গত কয়েকদিন তাঁকে লাইফ সাপোর্টে রাখা হয়। গতকাল বুধবার সন্ধ্যায় তিনি মারা যান। তাঁর স্বামীও করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি আছেন।
এছাড়া সিলেটের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. ইসরাইল হোসেন করোনা আক্রান্ত হয়ে রাজধানীর পপুলার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। করোনা আক্রান্ত হওয়ার আগে তিনি সিলেট-৩ আসনের উপনির্বাচনে রিটার্নিং অফিসারের দায়িত্বে ছিলেন।