এম. ইউছুফ | চট্টগ্রাম ||চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের পর এবার করোনায় আক্রান্ত হলেন চট্টগ্রামের জেলা প্রশাসক মো. ইলিয়াস হোসেন। গতকাল বুধবার রাতে চট্টগ্রামের বিআইটিআইডি ল্যাব থেকে পাওয়া নমুনা পরীক্ষায় রিপোর্টে করোনা সনাক্ত হয়।
চট্টগ্রামে জেলা প্রশাসন সূত্রে জানা যায়, গত রবিবার মো. ইলিয়াস হোসেনের স্ত্রী ফারহানা নাহারের করোনা শনাক্ত হয়। দুজনের শরীরেই জ্বর ও সর্দি-কাশি রয়েছে। চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও এনডিসি মাসুদ রানা এ তথ্য নিশ্চিত করেছেন।
বর্তমানে মো. ইলিয়াস হোসেনের ও তাঁর স্ত্রী ডিসি হিলের সরকারি বাসভবনে আইসোলেশনে রয়েছেন।
প্রসঙ্গত, করোনার উপসর্গ দেখা দিলে গত ১০ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) সকালে চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের স্ত্রী ও এক ছেলের নমুনা নেয়া হয়। ফৌজদারহাটের বিআইটিআইডি ল্যাবে নমুনা পরীক্ষার রিপোর্টে তাদের দুজনের করোনা পজিটিভ শনাক্ত হয়। পরদিন শুক্রবার বিভাগীয় কমিশনার এবিএম আজাদও নমুনা দেন। ওই দিন রাতে বিআইটিআইডিতে নমুনা পরীক্ষার রিপোর্টে বিভাগীয় কমিশনারের শরীরেও করোনা পজিটিভ শনাক্তের কথা জানানো হয়।