Thursday , 21 November 2024
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
করোনার নতুন ঢেউয়ের শঙ্কায় দোকান-স্কুল বন্ধ করে দিচ্ছে ইতালি
--সংগৃহীত ছবি

করোনার নতুন ঢেউয়ের শঙ্কায় দোকান-স্কুল বন্ধ করে দিচ্ছে ইতালি

আন্তর্জাতিক ডেস্ক:

করোনাভাইরাসের নতুন ঢেউয়ের শঙ্কায় হচ্ছে স্কুল থেকে শুরু করে দোকান-পাট ও রেস্টুরেন্ট বন্ধ করে দিচ্ছে ইতালি। সে দেশের প্রধানমন্ত্রী মারিও দ্রাগি এরই মধ্যে তার দেশের নাগরিকদের এ ব্যাপারে সতর্ক করে দিয়েছেন।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, ইস্টারের সময় ৩ থেকে ৫ এপ্রিল পর্যন্ত পুরোপুরি লকডাউন থাকবে।

গত বছর পুরো ইতালি লকডাউনে চলে গিয়েছিল। বিশ্বে প্রথমদিকে লকডাউন ঘোষণা করা দেশগুলোর অন্যতম ছিলো ইতালি। করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউয়ের প্রাদুর্ভাব ঠেকাতে দেশটি আবারো হিমশিম খাচ্ছে।

সে দেশে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে ৩১ লাখ ৭৫ হাজার আটশ সাতজন এবং মারা গেছে এক লাখ এক হাজার পাঁচশ ৬৪ জন।

এদিকে সারা বিশ্বে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে ১১ কোটি ৯৫ লাখ ৯৭ হাজার একশ ৭০ জন এবং মারা গেছে ২৬ লাখ ৫০ হাজার আটশ ৯৯ জন।

সূত্র: বিবিসি

About Syed Enamul Huq

Leave a Reply