সরাইল প্রতিনিধিঃ করোনাভাইরাসের (কোভিড-১৯) সংক্রমণ থেকে সুরক্ষায় মাস্ক পরিধানের ওপর শুরু থেকেই জোর দিয়ে আসছে সরকার। মাস্ক না পরলে স্বাস্থ্যসেবা মিলবে না। শুধু স্বাস্থ্যসেবা নয়, সরকারি – বেসরকারী কোনো অফিস- সেবা পেতে মাস্ক পরতে হবে বলেন, সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্মকর্তা ডা. নোমান মিয়া গতকাল ওনার সরকারি অফিসে একান্ত সাক্ষাৎকারে এ কথা গুলো বললেন, ডা. নোমান মিয়া আরো বলেন, যেহেতু এখনও পর্যন্ত কোন প্রতিরোধ টিকা বাহির হয়নি, তাই করোনাভাইরাস থেকে রক্ষা পেতে মাস্ক একমাত্র সুরক্ষা।শীতকালীন আসতেছে এমনিতে শরীরের জ্বর কাশি সর্দি ব্যাথা থাকে, বা পাতলা পায়খানা এই সিমটম শরিলে দেখা দিলে অবশ্যই করোনা পরীক্ষা করতে হবে। করোনা পরীক্ষার জন্য ১০০ টাকা সরকারি ফি নির্ধারণ করেছেন,তাই সকলের সাধ্যের মধ্যে করোনা টেস্ট করা সম্ভব। এসময় তিনি সকলের উদ্দেশ্যে বলেন, আমরা ঘরের বাহির হলে অবশ্যই মাক্স ব্যবহার করব,ঘরে ঢুকতে হাত-পা পরিষ্কার করেতে হবে। পরিশেষে ডাক্তার নোমান মিয়া সকলের উদ্দেশ্যে বলেন, দ্বিতীয়বারে করোনা মোকাবেলা করতে হলে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। পরিষ্কার-পরিচ্ছন্ন থাকতে হবে তিন ফুট দূরত্ব বজায় রাখতে হবে, সারাবিশ্বের ন্যায় বাংলাদেশেও প্রত্যেকে মাক্স ব্যবহার করতে হবে। করোনাকে নিয়ে কোনভাবে অবহেলা করা চলবে না, সরকারের স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান করে বলেন, আমরা নিজেও মাস্ক ব্যবহার করবো। অপরকেও মাক্স পড়তে উৎসাহী করতে এবং এর গুরুত্ব বুঝিয়ে বলতে হবে। মাস্কের ব্যবহার সুনিশ্চিত করতে হবে, করোনা ভাইরাস থেকে বাঁচতে হলে এর কোনো বিকল্প নেই।