Thursday , 21 November 2024
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
কঠিন চীবর দান ও বৌদ্ধ মহাসম্মেলন শুক্রবার
--সংগৃহীত ছবি

কঠিন চীবর দান ও বৌদ্ধ মহাসম্মেলন শুক্রবার

অনলাইন ডেস্কঃ

বাংলাদেশ বুদ্ধিস্ট ফেডারেশন প্রতি বছরের মতো এবারো রাজধানীর মেরুল বাড্ডায় আন্তর্জাতিক বৌদ্ধ বিহারে বিপুল উৎসাহ-উদ্দিপনা আর ধর্মীয় ভাবগম্ভীর পরিবেশে কঠিন চীবর দান পালন করবে। আগামীকাল শুক্রবার এ উপলক্ষে দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

বৃহস্পতিবার (৭ নভেম্বর) বাংলাদেশ বুদ্ধিস্ট ফেডারেশন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, তিন মাস বর্ষাবাস শেষে শুভ কঠিন চীবর দান বৌদ্ধদের জাতীয় জীবনে উৎসবমুখর পরিবেশের পাশাপাশি এক মহান ধর্মীয় অনুভূতির সৃষ্টি করে।
উৎসবের বর্ণাঢ্যতায় কঠিন চীবর দান বাংলাদেশ তথা সমগ্র বিশ্বের বৌদ্ধ ধর্মাবলম্বীদের জন্য সর্ববৃহৎ ধর্মীয় উৎসব। শুক্রবার দিনব্যাপী অনুষ্ঠান মালার মাধ্যমে উদযাপন করা হবে শুভ কঠিন চীবর দান ও জাতীয় বৌদ্ধ মহাসম্মেলন-২০২৪।জানা গেছে, দিনব্যাপী এই অনুষ্ঠানে বিকেল ৩টায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ঢাকায় নিযুক্ত থাইল্যান্ডের রাষ্ট্রদূত মাকাওয়াদি সুমিতমোর, অস্ট্রেলিয়ার ভারপ্রাপ্ত হাই কমিশনার নারদিয়া সিম্পসন এবং ভিয়েতনামের রাষ্ট্রদূত নগুয়েন মান চুং।

বৌদ্ধ শাস্ত্র মতে, প্রায় আড়াই হাজার বছর আগে ভগবান গৌতম বুদ্ধের জীবদ্দশায় এই ধর্মীয় আচার প্রবর্তিত হয়। ২৪ ঘণ্টার মধ্যে সূতা কাটা শুরু করে কাপড় বয়ন, সেলাই ও রঙ করাসহ যাবতীয় কাজ সম্পন্ন করে বৌদ্ধ ভিক্ষুদের দান করা হয়ে থাকে বলে একে কঠিন চীবর দান হিসেবে অভিহিত করা হয়।

About Syed Enamul Huq

Leave a Reply