ছাত্র-জনতার আন্দোলনের পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে গত ৫ আগস্ট দেশ ছেড়েছেন শেখ হাসিনা। এর পর থেকেই তার দল আওয়ামী লীগের শীর্ষ নেতাসহ হাসিনা সরকারের মন্ত্রী-এমপিরা আত্মগোপনে চলে যান। তবে আনিসুল হক, জুনায়েদ আহমেদ পলক, সালমান এফ রহমানসহ বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে একাধিক মামলায়।
এর মধ্যেই আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের গ্রেপ্তার হয়েছেন দাবিতে একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং উক্ত ছবি ব্যবহার করে গণমাধ্যমে সংবাদ ও ফটোকার্ড প্রকাশিত হয়।
১৩ আগস্ট থেকে ওবায়দুল কাদের গ্রেফতার হয়েছেন বলে একটি গুঞ্জন শোনা যাচ্ছে। তবে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে এ ধরনের কোনো খবরের সত্যতা এই প্রতিবেদন প্রকাশ হওয়া পর্যন্ত নিশ্চিত করা হয়নি।
এটি ২০২১ সালে তার আটক হওয়ার ছবি।