ভূমিকম্পে কাঁপল ফিলিপাইন, রিখটার স্কেলে যার মাত্রা ছিল ৬.১। স্থানীয় সময় বৃহস্পতিবার ভোরে মধ্য ফিলিপাইনে এই ভূমিকম্প অনুভূত হয়।
মাটির অগভীরে যেসব ভূমিকম্পের সৃষ্টি হয় সেগুলো অন্যান্য ভূমিকম্পের তুলনায় বেশি শক্তিশালী হয়। ফিলিপাইনের এই ভূমিকম্পটি অগভীর ছিল। তবে দেশটিতে এখনো কোনো ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। সুনামির কোনো সতর্কতাও জারি করা হয়নি।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ জানিয়েছে, দেশটির স্থানীয় ভূতাত্ত্বিক সংস্থা আফটারশক এবং সম্ভাব্য ক্ষয়ক্ষতির সম্পর্কে সবাইকে সতর্ক করেছে। ভূমিকম্পের উৎসস্থল ওই অঞ্চলের মিয়াগা গ্রাম থেকে ১১ কিলোমিটার দূরে।
সূত্র : আনন্দবাজার।