কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ড. আব্দুর রাজ্জাক বলেছেন, ‘আমরা বাংলাদেশকে শান্ত ও স্থিতিশীল রাখতে চাই। একটি নির্বাচিত সরকারের বিরুদ্ধে এক দফা দাবি ও প্রধানমন্ত্রীর পদত্যাগ হাস্যকর বিষয়। বিএনপি এবং অন্যান্য বিরোধী দল যারা এসব বলছে, এটিই তাদের দুঃস্বপ্নে পরিণত হবে। নির্বাচিত সরকার কোনো দিনই কারো দাবিতে পদত্যাগ করে না।
২০১৪-১৫ সালে তাদের সন্ত্রাস আমরা দেখেছি। এ দেশের জনগণ ওই সন্ত্রাসের সঙ্গে মোকাবেলা করেছে। তাদের এ পদত্যাগের দাবি কোনো দিনই বাস্তবায়িত হবে না।’
ড. আব্দুর রাজ্জাক বলেন, ‘তারা দাবি করবে কিভাবে নির্বাচনকে সুষ্ঠু, সুন্দর ও নিরপেক্ষ করা যায়। নির্বাচন কমিশনকে আমরা সবাই মিলে সহযোগিতা করব। যাতে সারা পৃথিবী এবং বাংলাদেশের মানুষের কাছে সুন্দর ও অত্যন্ত গ্রহণযোগ্য নির্বাচনের দৃষ্টান্ত দেখাতে পারি। বাংলাদেশের উন্নয়ন সহযোগীরা খুব ভালো করে জানে যে এ দেশে সব কিছুই আমাদের সংবিধান অনুযায়ী হবে।
সংবিধানের বাইরে কিছুই করার কোনো সুযোগ নেই। তবে নির্বাচন সুষ্ঠু করার ব্যাপারে তাদের দাবি খুবই জোরালো। প্রধানমন্ত্রী সুষ্ঠু নির্বাচন করার আশ্বাস দিয়েছেন তাদের।’
এ সময় বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান, রাজনৈতিক ব্যক্তিবর্গ, এনজিও প্রতিনিধি এবং শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও উপস্থিত ছিলেন।
পরে কৃষিমন্ত্রী আনুষ্ঠানিকভাবে জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণ করেন। এরপর একটি বর্ণাঢ্য শোভাযাত্রায় অংশ নিয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন।