Saturday , 22 February 2025
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
একুশের সঙ্গে আমার আত্মিক সম্পর্ক রয়েছে : প্রধান বিচারপতি
--প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ

একুশের সঙ্গে আমার আত্মিক সম্পর্ক রয়েছে : প্রধান বিচারপতি

অনলাইন ডেস্কঃ

প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ বলেছেন, একাত্তর-পরবর্তী রাষ্ট্র গঠনের মৌলিক এবং অন্যতম অনুপ্রেরণা একুশ। বাঙালি জাতিসত্তার একটি প্রাথমিক স্তম্ভ একুশ। ব্যক্তিগতভাবে একুশের সঙ্গে এক আত্মিক সম্পর্ক রয়েছে আমার। আমার মা একজন ভাষাসৈনিক, ভাষাকন্যা। শুক্রবার প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের পর তিনি এ কথা বলেন।

প্রধান বিচারপতির মা বাংলাদেশের প্রথম নারী জাতীয় অধ্যাপক সুফিয়া আহমেদ ভাষা আন্দোলনে অবদানের জন্য ২০০২ সালে একুশে পদক পান।

১৯৫২ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলাম ও সংস্কৃতি বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্রী থাকাবস্থায় তিনি ভাষা আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করেন এবং ২১ ফেব্রুয়ারি সরকারের নিষেধাজ্ঞা অমান্য করে ১৪৪ ধারা ভঙ্গকারীদের মধ্যে তিনি ছিলেন অন্যতম।

About Syed Enamul Huq

Leave a Reply