Sunday , 6 April 2025
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
একাত্তরের গণহত্যার বিচার অব্যাহত রাখা উচিত : রুহিন হোসেন প্রিন্স
--সংগৃহীত ছবি

একাত্তরের গণহত্যার বিচার অব্যাহত রাখা উচিত : রুহিন হোসেন প্রিন্স

অনলাইন ডেস্কঃ

বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স বলেছেন, ‘একাধিক সংস্কার প্রয়োজন। অন্তর্বর্তীকালীন সরকারকে দ্রুত নির্বাচনের তারিখ ঘোষণা করতে হবে এবং ১৯৭১ সালের গণহত্যার বিচার অব্যাহত রাখা উচিত।’

আজ শনিবার বিকেলে শরীয়তপুর পৌরসভা মিলনায়তনে জেলা সিপিবির বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

রুহিন হোসেন প্রিন্স বলেন, ‘বাহাত্তরের সংবিধানে কিছু অসম্পূর্ণতা রয়েছে, যা দূর করে একটি পূর্ণাঙ্গ সংবিধান প্রণয়ন করতে হবে।

তিনি প্রশ্ন তুলে বলেন, ‘বাহাত্তরের সংবিধান ফেলে দেওয়ার দাবিতে কার অধিকার রয়েছে? যারা বর্তমানে ক্ষমতায়, তারা তো বাহাত্তরের সংবিধান অনুসরণ করেই ক্ষমতায় এসেছে।’সিপিবি সাধারণ সম্পাদক বলেন, ‘যারা সংবিধান পরিবর্তন করতে চান, তাদের উচিত জনগণের কাছে গিয়ে সমর্থন আদায় করা। যদি জনগণ তাদের এই পরিবর্তনের জন্য সমর্থন দেয়, তবে সংবিধান পরিবর্তন করা সম্ভব হবে। তবে সিপিবি মনে করে যে আমাদের সংবিধান ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের ফলস্বরূপ এবং তার ভিত্তিতেই এ দেশের স্বাধীনতা প্রতিষ্ঠিত হয়েছে।

তিনি বলেন, ‘আগামী নির্বাচন সুষ্ঠু এবং গ্রহণযোগ্য করতে যতটুকু সংস্কার প্রয়োজন, তা দ্রুত বাস্তবায়ন করা উচিত। নির্বাচনের পর সংসদ সদস্যদের কাজ হবে জনগণের চাহিদা অনুযায়ী আইন প্রণয়ন করা, আর স্থানীয় সরকারকে স্বাধীনভাবে কাজ করার সুযোগ দিতে হবে।’সিপিবি নেতা জানান, রাজনীতির মাঠে দাঁড়িয়ে তাদের দলের কাজ হবে শ্রমিক, মেহনতি মানুষের স্বার্থ রক্ষা করা এবং দেশের সার্বিক মুক্তির জন্য সংগ্রাম করা। তারা চান, দেশের রাজনীতিতে দুর্নীতি ও অন্যায়ের বিরুদ্ধে মানুষের পাশে দাঁড়িয়ে সোচ্চার হওয়া এবং গণতান্ত্রিক প্রক্রিয়ায় মুক্তির সংগ্রাম এগিয়ে নেওয়া।

সভায় সিপিবি কেন্দ্রীয় কমিটির সম্পাদকমণ্ডলীর সদস্য কাজী রুহুল আমিন, জেলা কমিটির সাধারণ সম্পাদক সুশান্ত ভাওয়াল, জেলা ছাত্র ইউনিয়নের সভাপতি বিকাশ মণ্ডল এবং অন্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

About Syed Enamul Huq

Leave a Reply