Friday , 22 November 2024
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
একই আসনে মনোনয়ন জমা দিলেন লতিফ সিদ্দিকী ও মুরাদ সিদ্দিকী
--সংগৃহীত ছবি

একই আসনে মনোনয়ন জমা দিলেন লতিফ সিদ্দিকী ও মুরাদ সিদ্দিকী

অনলাইন ডেস্ক:

টাঙ্গাইল-৪ কালিহাতী আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন সিদ্দিকী পরিবারের দুই সদস্য আবদুল লতিফ সিদ্দিকী ও তার ছোটভাই মুরাদ সিদ্দিকী। আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও ইউএনও শাহাদাত হুসেইনের নিকট মনোনয়নপত্র জমা দেন তারা।

আবদুল লতিফ সিদ্দিকী কালিহাতী থেকে একাধিকবার এমপি নির্বাচিত হয়ে মন্ত্রী হয়েছেন। ২০১৪ সালে আপত্তিকর মন্তব্যের জেরে আওয়ামী লীগ ও মন্ত্রীসভা থেকে বাদ পড়েন।

লতিফ সিদ্দিকীর মনোনয়নপত্র জমাদানের সময় উপস্থিত ছিলেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরউত্তম, লতিফ সিদ্দিকীর সহধর্মিণী সাবেক এমপি লায়লা সিদ্দিকী ও সরকারি সাদত কলেজের সাবেক ভিপি আজাদ সিদ্দিকীসহ স্থানীয় নেতাকর্মীরা।

এদিকে লতিফ সিদ্দিকী মনোনয়নপত্র জমা দিয়ে বের হয়ে গেলে সহকারী রিটার্নিং কর্মকর্তার রুমে ঢুকেন স্বতন্ত্র প্রার্থী মুরাদ সিদ্দিকী।

এদিকে দুই ভাইয়ের মনোনয়নপত্র জমাদানের বিষয়টি কালিহাতীসহ পুরো টাঙ্গাইলে মানুষের মধ্যে ব্যাপক আলোচনা ও কৌতুহলের সৃষ্টি করেছে। উৎসুক মানুষ কালিহাতী উপজেলা চত্ত্বরে এসে ভীড় করেন। টাঙ্গাইলের আলোচিত সিদ্দিকী পরিবারের পৈত্রিক নিবাস কালিহাতী উপজেলার নাগবাড়ী ইউনিয়নের ছাতিহাটী গ্রামে।

About Syed Enamul Huq

Leave a Reply