প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০২৩ সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করেছেন। আজ রবিবার বেলা ১১টার দিকে গণভবনে ফল প্রকাশের কার্যক্রম উদ্বোধন করেন তিনি। এর আগে শিক্ষামন্ত্রী দীপু মনি ও সব শিক্ষা বোর্ডের চেয়ারম্যানরা গণভবনে প্রধানমন্ত্রীর কাছে ফলাফলের সারসংক্ষেপ হস্তান্তর করেন।
বেলা ১১টা থেকে ফলাফল নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠানে এবং অনলাইনে পাবে শিক্ষার্থীরা।
এ ছাড়া শিক্ষামন্ত্রী দুপুর আড়াইটার দিকে রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে সংবাদ সম্মেলন করে ফলাফলের বিস্তারিত তুলে ধরবেন।
গণভবনে ফলাফল হস্তান্তর অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ঠিক সময়ে ফল প্রকাশের জন্য সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান। তিনি বলেন, ‘আবারও অগ্নিসন্ত্রাস শুরু হয়েছে। এর মধ্যেও ঠিক সময়ে ফল প্রকাশের কারণে সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানাই।’
তারা যাতে পড়াশোনায় আরো বেশি মনোযোগী হতে পারে সে জন্য তাদের উৎসাহ দিন।’