খাগড়াছড়ি: সম্প্রতি অনুষ্ঠিত জাতীয় সংসদের উপ-নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করে নির্বাচন বাতিল ও পুনরায় নির্বাচনের দাবি জানিয়েছে বিএনপি। এই দাবিতে ২ দিনের বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে দলটি।
কেদ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে উপনির্বাচনের ফল প্রত্যাখ্যানের দাবীতে বিক্ষোভ করেছ খাগড়াছড়ি জেলা বিএনপি ও অঙ্গ সহেযাগী সংগঠনের নেতা-কর্মীরা।
আজ সোমবার বেলা ১১.০০টার দিকে খাগড়াছড়ি পৌর শহরের কলাবাগান থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে ভাঙ্গাব্রীজ এলাকায় এসে শেষ হয়।
নেতারা বলেন, ঢাকা-৫ ও নওগাঁ-৬ এর জাতীয় সংসদের উপ-নির্বাচনে আওয়ামী লীগ এবং সরকার দলীয় সন্ত্রাসী আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তায় ২০১৮ সালের জাতীয় নির্বাচনের মতই ত্রাস সৃষ্টি করে এবং কেন্দ্র দখল করে জাল ভোট দিয়ে সিল মেরে বিরোধী দলের এজেন্টদের কেন্দ্র থেকে জোর করে বের করে দিয়ে ভোট ছিনতাই করে। নির্বাচন কমিশন নির্বীকার দর্শকের ভূমিকা পালন করে।