অনলাইন ডেস্ক:
বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ বৈঠকে দলের আসন্ন জাতীয় সম্মেলন ও জাতীয় সংসদ নির্বাচনসহ নানা ইস্যু নিয়ে আলোচলা হবে বলে জানা গেছে।
আজ শনিবার সকাল ১০টার পর গণভবনে এ বৈঠক শুরু হয়। বৈঠকে সভাপতিত্ব করছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এতে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের অধিকাংশ সদস্য উপস্থিত রয়েছেন।
জানা গেছে, আওয়ামী লীগের আসন্ন জাতীয় সম্মেলন, গঠনতন্ত্র ও ঘোষণাপত্র প্রণয়ন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন, নির্বাচনী ইশতেহার প্রণয়নসহ নানা ইস্যুতে উপদেষ্টাদের সঙ্গে পরামর্শ করবেন শেখ হাসিনা। পাশাপাশি দল ও সরকারের নানা ইস্যুতেও উপদেষ্টাদের সঙ্গে আলাপ করবেন তিনি।
এর আগে, গতকাল শুক্রবার দলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছিল। দলের উপদেষ্টা পরিষদের সদস্যদের যথাযথ স্বাস্থ্য সুরক্ষা বিধি মেনে সভায় উপস্থিত থাকার জন্য আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের অনুরোধ জানিয়েছিলেন।
আওয়ামী লীগের কেন্দ্রীয় একাধিক সূত্রে জানা যায়, সভায় আগামী ২৪ ডিসেম্বর দলের জাতীয় সম্মেলনের বিষয়ে আলোচনা হবে। আওয়ামী লীগ সভাপতি দলের জ্যেষ্ঠ নেতাদের পরামর্শ নেবেন। আগামী দিনে দলের লক্ষ্য, উদ্দেশ্য নির্ধারণের বিষয়ে উপদেষ্টা পরিষদের সদস্যরা তাঁদের মত দেবেন।
সূত্র: কালের কন্ঠ অনলাইন