সুজল খাঁন, মধুখালী প্রতিনিধিঃ
সম্প্রতি জাতিসংঘের সুপারিশক্রমে বাংলাদেশ এলডিসি থেকে স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে পা রেখেছে। মধুখালী থানার আয়োজনে ঐতিহাসিক (৭ মার্চ) উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে মধুখালী থানা পুলিশ আনন্দ র্যালি ও একটি দীর্ঘাকৃতি কেক কেটে ‘আনন্দ উদযাপন ‘ করেছে।
রবিবার(৭ই মার্চ) বিকালে মধুখালী থানা চত্তরে এক আড়ম্বরপূর্ণ পরিবেশে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
মধুখালী থানা অফিসার ইনচার্জ মোঃ আমিনুল ইসলামের সভাপতিত্বে ও ওসি (তদন্ত) রবীন্দ্রনাথ তরফদারের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন,ফরিদপুর চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক গোলাম কবির, মধুখালী উপজেলা চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মোঃ মুরাদুজ্জামান মুরাদ, নব নির্বাচিত উপজেলা চেয়ারম্যান মোঃ শহিদুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মোস্তফা মনোয়ার, মধুখালী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ আ. সালাম, সহকারী পুলিশ সুপার মধুখালী সার্কেল আনিসুজ্জামান লালন, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক রেজাউল হক বকু,সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ খুরশিদ আলম, মধুখালী উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোর্শেদা আক্তার মিনা,সুরাইয়া সালাম, ইলিয়াস মিয়া, মতিয়ার রহমান খান, আবুল বাসার বাদশা, মধুখালী উপজেলা ১১ টি ইউনিয়নের চেয়ারম্যান, সচিব ও মেম্বার সদস্য, মধুখালী উপজেলা ও ইউনিয়ন আওয়ামীলীগের নেতা কর্মীগন উপস্থিত ছিলেন।
এসময় উপস্থিত ছিলেন এস আই চম্পক বড়ুয়া, এস আই মোঃ আলমগীর হোসেন (২),এস আই মোঃ তোতা মিয়া, এস আই আলমগীর হোসেন মোল্যা, এস আই আঃ হাকিম, এসআই আশরাফুল আলম , এস আই লুৎফর রহমান , এস আই সাইফুউদ্দিন আহম্মদ, এস আই শাহারিয়ার, এস আই মনিরুল ইসলাম, এস আই মাসুদ রানা,
এ এসআই বিকাশ চন্দ্র মজুমদার, এ এসআই তাজুল ইসলাম, এ এসআই সালাউদ্দিন, এ এসআই রফিকুল ইসলাম, এ এসআই রবিউল ইসলাম, এ এসআই নুর হোসেন, এ এসআই নেছার উদ্দিন, এ এসআই বকুল চন্দ্র পাড়ৈ, এ এসআই সামসুজ্জামান, এ এসআই পিয়াল হাসান, এ এসআই দেলোয়ার হোসেন, এ এসআই জেসমিন সুলতানা প্রমুখ।
মধুখালী উপজেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান মোঃ শহিদুল ইসলাম বক্তব্যে বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রীর যোগ্য নেতৃত্বে এদেশের ১৮ কোটি মানুষের ৩৬ কোটি হাতের সম্মিলিত প্রয়াসের ফল আমাদের এ অর্জন।’ তাই তিনি প্রধানমন্ত্রীসহ এদেশের ১৮ কোটি মানুষকে এ ঐতিহাসিক অর্জনের জন্য সাধুবাদ জানান।
সভাপতির বক্তব্যে মধুখালী থানার অফিসার ইনচার্জ(ওসি) মোঃ আমিনুল ইসলাম বলেন, ‘স্বল্পোন্নত দেশ হতে উন্নয়নশীল দেশে উত্তরণে জাতিসংঘের চূড়ান্ত সুপারিশ প্রাপ্তি জাতির জন্য এক মাহেন্দ্রক্ষণ ও দুর্দান্ত অর্জন।’স্বাধীনতার ৫০ বছর পূর্তি এবং জাতির পিতার জন্মশতবার্ষিকীতে বাংলাদেশের এ অর্জন এক ঐতিহাসিক মাইলফলক বলে উল্লেখ্য করেন তিনি।
উল্লেখ্য, গত (২৬ ফেব্রুয়ারি) বাংলাদেশকে স্বল্পোন্নত দেশ হতে উন্নয়নশীল দেশ হিসেবে চূড়ান্ত সুপারিশের ঘোষণা দেয় জাতিসংঘের কমিটি ফর ডেভেলপমেন্ট পলিসি (ইউএন সিডিপি)।