কক্সবাজারের উখিয়ায় অভিযান চালিয়ে ১০ হাজার পিস ইয়াবা, ইয়াবা বিক্রির নগদ ২৮ লাখ ৭০ হাজার ১শ টাকা, ৩ লাখ বাংলাদেশী জাল টাকা এবং মিয়ানমারের মুদ্রা ৩ লাখ ৫ হাজার কিয়াট উদ্ধারসহ এক মাদক কারবারিকে আটক করেছে র্যাপিড একশ্যান ব্যাটালিয়ন (র্যাব-৭)।
গত শনিবার তাকে আটক করা হয়।চট্টগ্রাম র্যাব-৭’র মেজর (উপ-পরিচালক) মোঃ নাসির উল হাসান খান এ তথ্য নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে উখিয়ায় চট্টগ্রাম র্যাব-৭’র একটি আভিযানিক দল অভিযান পরিচালনা করলে র্যাবের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালানোর চেষ্টাকালে র্যাব সদস্যরা ধাওয়া করে পশ্চিম থাইংখালী এলাকার আবদুল হকের পুত্র মোঃ জয়নাল আবেদীনকে আটক করে।
পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সামনে তার সাথে থাকা ব্যাগ ও দেহ তল্লাশী করে ১০ হাজার পিস ইয়াবা, মাদক বিক্রয়ের নগদ ২৮ লাখ ৭০ হাজার ১শ টাকা উদ্ধার করা হয়।তিনি বলেন, গ্রেফতারকৃত আসামীকে ব্যাপক জিজ্ঞাসাবাদে তার দেওয়া তথ্যমতে পরবর্তী দিন বালুখালীর দক্ষিণ জমিদার পাড়া এলাকায় অভিযান পরিচালনা করে মৃত সৈয়দ আহমদের পুত্র পলাতক আসামী মোঃ জাহাঙ্গীর ও মাহমুদুল হকের বসতঘর তল্লাশী করে ৯ হাজার পিস ইয়াবা ও ৩ লাখ বাংলাদেশী জাল টাকা এবং মায়ানমারের মুদ্রা ৩ লাখ ৫ হাজার কিয়াট উদ্ধার করা হয়।
তিনি আরও বলেন, গ্রেফতারকৃত আসামীকে জিজ্ঞাসাবাদে সে দীর্ঘ দিন যাবৎ পলাতক আসামীদের সহযোগিতায় মায়ানমার হতে মাদক সংগ্রহ করে কক্সবাজারসহ দেশের বিভিন্ন অঞ্চলে মাদক ব্যবসায়ীদের নিকট বিক্রয় করে আসছে তা স্বীকার করে।গ্রেফতারকৃত আসামী এবং উদ্ধারকৃত আলামত সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন র্যাবের এ কর্মকর্তা।