উখিয়া, কক্সবাজার, প্রতিনিধি:
কক্সবাজারের উখিয়ার সড়ক-উপসড়কের উপর স্থাপিত অবৈধ স্থাপনা, গাড়ির পার্কিং সমুহ সরিয়ে নিতে মাঠে ছিল উখিয়া উপজেলা প্রশাসন।জনদূর্ভোগ লাঘবে উচ্ছেদ অভিযানও চালানো হয়।
২৭ সেপ্টেম্বর বিকেলে উখিয়ার প্রধান সড়কের দুই পাশের বিভিন্ন অবৈধ স্থাপনা উচ্ছেদের অভিযানে আসেন উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন আহমেদ।উখিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও রাজাপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরী, উখিয়া থানার অফিসার ইনচার্জ ওসি আহমেদ সনজুর মুর্শেদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আল মামুন, উখিয়া বাজার স্টেশন ব্যাবসায়ী সমিতির সভাপতি একরামুল হক সহ সংশ্লিষ্ট কর্মকর্তা ব্যবসায়ী সাধারণ এসময় সাথে ছিলেন।
এসময় ইউএনও বলেন রাস্তার দুই পাশে ফুটপাতে নানা রকম অবৈধ দোকানপাট বসানোই অস্বাস্থ্যকর পরিবেশ সৃষ্টি হয়েছে। হোটেল ও হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগী ও স্বজনদের চলাচলে অসুবিধার কারণে এ উচ্ছেদ অভিযান চালানো হয়েছে।এ সময় প্রায় অর্ধশতাধিক অবৈধ স্থাপনার ব্যাবসায়ীদের মালামাল সরিয়ে নিতে বলা হয়।