উখিয়া প্র্রতিনিধি:
কক্সবাজারের উখিয়ায় পাহাড় কাটতে গিয়ে মাটি চাপায় ছৈয়দ হোসেন (৪৫) নামের এক শ্রমিক নিহত হয়েছে। সে উপজেলার রাজাপালং ইউনিয়নের টাইপালং গ্রামের লাল মিয়ার ছেলে। এসময় ১ শ্রমিক গুরুতর আহত হয়েছে।
মঙ্গলবার (১ ফেব্রুয়ারী) সকাল ৯টায় রাজাপালং ইউনিয়নের পূর্বডিগলিয়া পালং এলাকায় এই ঘটনাটি ঘটে।
স্থানীয় প্রত্যক্ষদর্শী সুত্রে জানা যায়, প্রতিদিনের মত ৪-৫জন শ্রমিক পশ্চিম ডিগলিয়াপালংয়ের ইমাম হোসেনের ডাম্প ট্রাকে মাটি ভর্তি করা জন্য পূর্বডিগলিয়াপালং এলাকার মৃত আলী মিয়ার ছেলে সিরাজ মিয়ার পাহাড়ের মাটি কাটতে যায়। এসময় মাটি এসে ২ শ্রমিক নিচে চাপা পড়ে। তাদরকে অন্য শ্রমিকেরা দ্রুত উদ্ধার করে উখিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ছৈয়দ হোসেনকে মৃত ঘোষণা করেন। তখন গুরুতর আহত অবস্থায় ফিরোজ আহামদ (৫০) নামের আরেক শ্রমিককে কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করেন। সে রত্নাপালং ইউনিয়নের চাকবৈঠা গ্রামের নুর আহাম্মদের ছেলে।
এব্যাপারে উখিয়া থানার অফিসার ইনচার্জ আহামেদ সঞ্জুর মোরশেদ বলেন, পাহাড়ের মাটি চাপা পড়ে একজন শ্রমিকের মৃত্যুর খরব পেয়েছি। পরিবার সাথে কথা বলে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানিয়েছেন।