Friday , 22 November 2024
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
উখিয়ায় ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স সপ্তাহ পালিত

উখিয়ায় ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স সপ্তাহ পালিত

উখিয়া,কক্সবাজার, প্রতিনিধি:

কক্সবাজারের উখিয়ায় “মুজিববর্ষে শপথ করি,দুর্যোগে জীবন-সম্পদ রক্ষা করি”এ প্রতিপাদ্যে ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স সপ্তাহ পালিত হয়েছে।

বৃহস্পতিবার(৪ নভেম্বর) সকালে উখিয়া ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স মিলনায়তনে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্টেশন অফিসার মো. ইমদাদুল হক।অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উখিয়া উপজেলা নির্বাহী অফিসার নিজাম উদ্দিন আহমেদ।

এসময় নিজাম উদ্দিন আহমেদ বক্তব্যে বলেছেন,যেকোনো দুর্যোগময় মুহুর্তে উখিয়া ফায়ার সার্ভিস মানুষের পাশে থাকে। উখিয়ার স্থানীয় জনগোষ্ঠীর যেকোনো অগ্নিকাণ্ডে তাৎক্ষণিক ক্ষয়ক্ষতি নিরূপণে আপ্রাণ চেষ্টা চালিয়ে আসছে।উখিয়ার স্থানীয় জনগোষ্ঠীর পাশাপাশি রোহিঙ্গা ক্যাম্পেরও অগ্নিকাণ্ড,বন্যা,ভূমিধ্বস সহ সব দুর্যোগপূর্ণ সময়ে ফায়ার সার্ভিসের ভূমিকা অনস্বীকার্য। সরকারের লক্ষ্য বাস্তবায়নে ফায়ার সার্ভিসের সেবাদান কার্যক্রম অব্যাহত থাকবে সে প্রত্যাশা করি।

অনুষ্ঠানের শুরুতে শুভেচ্ছা বক্তব্যে উখিয়া ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স স্টেশন অফিসার মো. ইমদাদুল হক বলেন,বাংলাদেশ সরকারের পরিকল্পনা অনুযায়ী লক্ষ্য বাস্তবায়নে সেবা কার্যক্রম জনগণের দোরগোড়ায় পৌছানোর জন্য ফায়ার সার্ভিস সর্বদা সজাগ ছিলো।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন উখিয়া থানার অফিসার ইনচার্জ আহমেদ সনজুর মোর্শেদ,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আল মামুন,শিক্ষা কর্মকর্তা বেদারুল আলম,ইউএনডিপির দেওয়ান জিন্নাহ স্বেচ্ছাসেবকদের পক্ষে মো. মোরশেদ সহ বেসরকারি উন্নয়ন সংস্থার প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।

About Syed Enamul Huq

Leave a Reply