উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি:
কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ন
(এপিবিএন)’র দায়িত্ব-কর্তব্য এবং আইনশৃঙ্খলা রক্ষায় নানা কার্যক্রম ও সদর দপ্তর পরিদর্শন করেছেন
জার্মানের পুলিশ কর্মকর্তা মিস ভেরেনা মারিয়া।
তিনি ইন্টারন্যাশনাল কমিটি অব রেডক্রস’র রিজিওনাল ডেলিগেট অব পুলিশ এন্ড সিকিউরিটি ফোর্সেস হিসেবে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে আসেন।১৩ জানুয়ারী উখিয়ার আলীমুড়াস্থ ১৪ এপিবিএন সদর দপ্তরে মিস ভেরেনা মারিয়া কে স্বাগত জানিয়ে শুভেচ্ছা স্মারক তুলে দেন ১৪ এপিবিএন অধিনায়ক পুলিশ সুপার মোঃ নাইমুল হক। তখন মিস মারিয়াও আইসিআরসি’র পক্ষ থেকে ১৪ এপিবিএন অধিনায়ক কে অনুরোপ শুভেচ্ছা স্মারক উপহার প্রদান করেন।
এসময় নাইমুল হক রোহিঙ্গা ক্যাম্পে নিয়োজিত আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) সদস্যদের আধুনিক ও আন্তর্জাতিক মানের দক্ষতা বৃদ্ধির জন্য ট্রেনিং ব্যবস্থার উপর গুরুত্বারোপ করে প্রয়োজনীয়তা তুলে ধরেন।তখন মিস ভেরেনা মারিয়া আইসিআরসি’র মাধ্যমে দক্ষতা বৃদ্ধিমুলক একটি ট্রেনিংয়ের ব্যবস্থা করবেন বলে আশ্বস্ত করেন।এসময়,এপিবিএন’র বিভিন্ন স্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।