Friday , 22 November 2024
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ

উখিয়ার সাত নম্বর ক্যাম্পে গুলি করে একজনক অপহরণ, গুলিবিদ্ধ ১

উখিয়া,কক্সবাজার, প্রতিনিধি:

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে গুলি করে একজনকে অপহরণ করেছে রোহিঙ্গা দুর্বৃত্তরা। এ ঘটনায় আহত হয়েছে একজন।আমর্ড পুলিশ ব্যাটালিয়ান (এপিবিএন) প্রাথমিকভাবে ধারণা করছে, আধিপত্য বিস্তারের জের ধরে প্রতিপক্ষের রোহিঙ্গা সন্ত্রাসীরা এ ঘটনা ঘটিয়েছে।

রোববার রাত সোয়া সাড়ে ৮ টার দিকে উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের কুতুপালং ৭ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ডি-৯ ব্লকে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন এপিবিএন ১৪ এর অধিনায়ক পুলিশ সুপার মো. নাঈমুল হক।অপহৃত আবু সৈয়দ ওরফে আব্দুল্লাহ (৩৮) উখিয়ার কুতুপালং ৭ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ডি-ব্লকের আলী আহমদের ছেলে।এ ঘটনায় গুলিবিদ্ধ হয়েছে ক্যাম্পটির একই ব্লকের তোফায়েল আহমদের ছেলে এনামুল হাসান (৩৭)।

স্থানীয়দের বরাতে পুলিশ সুপার নঈমুল হক বলেন, রাতে উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা আবু সৈয়দকে অস্ত্রের মুখে বাড়ী থেকে তুলে নিয়ে যায় রোহিঙ্গা সন্ত্রাসী মোহাম্মদ জোবায়ের ওরফে কালা জোবায়ের এর নেতৃত্বে ৫০/৬০ জন অজ্ঞাত রোহিঙ্গা দুর্বৃত্তরা। এতে বাধা দিলে রোহিঙ্গা দূর্বৃত্তরা এনামুল হাসান নামের একজনকে গুলি করে। এতে সে আহত হলে এপিবিএন সদস্যরা উদ্ধার করে রোহিঙ্গা ক্যাম্পের স্থানীয় তুর্কি হাসপাতালে ভর্তি করে।স্থানীয়রা জানিয়েছে, মোহাম্মদ জোবায়ের ও আবু সৈয়দের নেতৃত্বে পৃথক দুইটি রোহিঙ্গা সন্ত্রাসী গ্রুপ ক্যাম্পে সক্রিয় রয়েছে। আধিপত্য বিস্তারের জেরে প্রতিপক্ষের সন্ত্রাসীরা আবু সৈয়দকে অপহরণ করে নিয়ে যায়। আর গুলিবিদ্ধ এনামুল হাসান রোহিঙ্গা সন্ত্রাসী আবু সৈয়দের সমর্থক।অপহৃত রোহিঙ্গাকে উদ্ধারে এপিবিএন রোহিঙ্গা ক্যাম্পের বিভিন্ন এলাকায় অভিযান অব্যাহত রেখেছে বলে জানান পুলিশ সুপার নঈমুল হক।

About Syed Enamul Huq

Leave a Reply