Thursday , 3 April 2025
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ

উখিয়ার ললম্বাশিয়া ক্যাম্পে ডাম্পারের ধাক্কায় রোহিঙ্গা শিশুর মৃত্যু

উখিয়া,কক্সবাজার, প্রতিনিধি:

উখিয়ার লম্বাশিয়া ক্যাম্পের লম্বাশিয়া চার রাস্তার মোড়ে ডাম্পারের ধাক্কায় ১ রোহিঙ্গা শিশু নিহত হয়েছে।
নিহত রোহিঙ্গা শিশু ১ ইস্ট ক্যাম্পের ডি-৭ ব্লকের আবুল ফয়েজের ছেলে আফসার মোহাম্মদ নুর (৪)।

সুত্রমতে, বুধবার দুপুর ১ টার দিকে সময় লম্বাশিয়া পুলিশ ক্যাম্পের লম্বাশিয়া চার রাস্তার মোড়ে ডাম্পারের ধাক্কায় রোহিঙ্গা শিশুটি গুরুতর জখম হলে তার পরিবারের লোকজন চিকিৎসার জন্য তাকে উখিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। আশঙ্কাজনক হওয়ায় শিশুকে কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়।সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোহিঙ্গা শিশুটি বুধবার সন্ধ্যা ৭ টার দিকে মারা যায়।

বিষয়টি নিশ্চিত করেছেন ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)’র অধিনায়ক (পুলিশ সুপার) মো. নাইম উল  হক।
দূর্ঘটনার দায়ে লম্বাশিয়া ক্যাম্প পুলিশ ডাম্পার সহ হাজির পাড়া গ্রামের আবুল কালামের ছেলে মোঃ ইউসুফকে আটক করে ক্যাম্প হেফাজতে নেয়।
আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য জব্দ ডাম্পার ও আটককৃত চালক কে উখিয়া থানায় হস্তান্তর হয়েছে ।

About Syed Enamul Huq

Leave a Reply